শিরোনাম
#মি টু বিতর্ক: মানহানি মামলা আকবরের, লড়তে প্রস্তুত প্রিয়াও
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ১২:১৪
#মি টু বিতর্ক: মানহানি মামলা আকবরের, লড়তে প্রস্তুত প্রিয়াও
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন অনেকেই। তার মধ্যে প্রথম অভিযোগকারী সাংবাদিক প্রিয়া রামানির বিরুদ্ধে সোমবার মানহানির ফৌজদারি মামলা দায়ের করেছেন তিনি।


দিল্লির পাতিয়ালা কোর্টে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ (মানহানি) ধারা এবং ৫০০ (মানহানির শাস্তি) ধারায় এই মামলা করা হয়েছে। ৯৭ জন আইনজীবীর একটি দলকে মাঠে নামিয়েছেন আকবর! তার মধ্যে আবার ৩০ জন নারী।


তারা বলেছেনে, সম্পুর্ণ ভিত্তিহীন তথ্য নিয়ে নিছক বদনাম ছড়ানোর জন্য প্রিয়া কুৎসা রটিয়েছেন। এই ধারায় শাস্তিপ্রাপ্ত ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের হাজতবাস হতে পারে।


প্রিয়া অবশ্য দমেননি। তিনি বিবৃতি দিয়ে বলেছেন, লড়ার জন্য তিনি তৈরি। সত্য ও নিরঙ্কুশ সত্যই তার হাতিয়ার। আকবর মামলা ঠুকে অভিযোগকারিণীদের মুখ বন্ধ করতে চাইছেন, কিন্তু সেটা হবে না।


যৌন হেনস্থার একের পর এক অভিযোগের মুখে আকবর ইস্তফা দেবেন কি না, তাই নিয়ে জল্পনা চলছিল কিছুদিন ধরে। তবে রবিবার দেশে ফিরেই আকবর বুঝিয়ে দেন, পদ ছাড়ার প্রশ্ন উঠছে না। বরং দীর্ঘবিবৃতি দিয়ে তিনি প্রতিটি অভিযোগ ধরে ধরে সব ক’টি মিথ্যা ও সাজানো বলে দাবি করেন।


আকবরের বিরুদ্ধে সবচেয়ে দীর্ঘ ও বিশদ অভিযোগ যিনি এনেছিলেন সেই গাজালা ওয়াহাব, আজ প্রত্যুত্তরে অভিযোগ করেন, আকবরই মিথ্যা বলছেন অথবা বুড়ো বয়সে তার ভীমরতি ধরেছে!


আকবর ভারতের দ্য টেলিগ্রাফ ও দ্য এশিয়ান এজ নামে দুটি পত্রিকার সম্পাদক ছিলেন। প্রিয়াসহ আরো কয়েকজন নারী অভিযোগ করেন যে, আকবর পত্রিকার সম্পাদক থাকার সময় তাদের সাথে আগ্রাসী যৌন আচরণ করেছিলেন।


বিশ্বব্যাপি নারীদের যৌন হয়রানির প্রতিবাদে গড়ে ওঠা #মি টু আন্দোলনের ধারাবাহিকতায় ভারতের অনেক নারীও তাদের এমন অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেছেন।


ভারতের যেসব সুপরিচিত লোকদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে তাদের মধ্যে আছেন একাধিক লেখক, সাংবাদিক, কমেডিয়ান, পরিচালক ও অভিনেতা। সূত্র: আনন্দবাজার পত্রিকা ও বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com