শিরোনাম
ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৮, ১২:৪৯
ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের নির্বাচন কমিশন পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রাজ্যগুলো হলো রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিসগড়, মিজোরাম ও তেলেঙ্গানা।


দেশটির প্রধান নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত শনিবার এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন।


রাজস্থানে নির্বাচন হবে ৭ ডিসেম্বর, মধ্য প্রদেশে ২৮ নভেম্বর, ছত্তিসগড়ে ১২ ও ২০ নভেম্বর এবং তেলেঙ্গানায় ৭ ডিসেম্বর নির্বাচন হবে। পাঁচ রাজ্যে বিভিন্ন সময়ে নির্বাচন হলেও নির্বাচনের ফল ঘোষণা হবে ১১ ডিসেম্বর।


ওম প্রকাশ বলেন, নির্বাচনে আধুনিক ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করার পাশপাশি নির্বাচনপর্ব ভিডিওগ্রাফি করা হবে।


ভিভিপ্যাট মেশিন একটি স্বতন্ত্র প্রিন্টিং ব্যবস্থা যা বৈদ্যুতিক ভোটিং মেশিন বা ইভিএমের সঙ্গে জুড়ে দেয়া হয়। এরফলে ভোটদাতা নিশ্চিত করতে পারেন যে তিনি যে প্রার্থীকে ভোট দিতে চান, ভোটটি তার নামেই জমা পড়েছে।


প্রধান নির্বাচন কমিশনার বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে সমগ্র নির্বাচন পদ্ধতি শেষ করা হবে। প্রতিটি বুথে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হবে। বিশেষ করে মাও কবলিত ছত্তিশগড়ে। রাজনৈতিক দলগুলোর কাছে পরিবেশবান্ধব প্রচারের অনুরোধ করেছেন তিনি।


রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তিসগড়ে বিজেপি বর্তমানে ক্ষমতাসীন রয়েছে। মিজোরামে ক্ষমতায় আছে কংগ্রেস। তেলেঙ্গানায় ক্ষমতায় আছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com