শিরোনাম
কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯
কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে হওয়া বন্দুকযুদ্ধে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে তিন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী।


ভারতীয় পত্রিকা এনডিটিভির খবরে বলা হয়, শনিবার রাজ্যের কুলগামে হওয়া এ ঘটনায় এখনো থেমে থেমে গোলাগুলি চলছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের বরাতে এনডিটিভি বলছে, শ্রীনগর থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে অবস্থিত জম্মু ও কাশ্মীরের কুলগামের চাওগামে কিছু বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে আছে। ঘটনার দিন এমনই এক গোপন সংবাদের ভিত্তিতে দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। সে সময় এলাকাটিতে লুকিয়ে বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।


সংবাদে আরো বলা হয়, ঘটনায় নিহত তিনজনের বাইরে এখনো আরও দুই বিচ্ছিন্নতাবাদী এলাকাটিতে আটকে আছে।


উল্লেখ্য, এ ঘটনায় উপত্যকার কাজিগান্দ ও বারামুল্লা শহরের মধ্যে হওয়া ট্রেন যোগাযোগ বর্তমানে বন্ধ আছে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com