শিরোনাম
ভূমিকম্পে পশ্চিমবঙ্গে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৬
ভূমিকম্পে পশ্চিমবঙ্গে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে বহুতল ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে মৃত্যু হল এক যুবকের।


মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। ওই যুবকের নাম সম্রাট দাস (২২)। তার বাড়ি শিলিগুড়ি পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায়।


বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্পণ অনুভূত হয় শিলিগুড়িসহ রাজ্যটির উত্তরবঙ্গের একাধিক এলাকায়। আতঙ্কে অনেকেই ঘরবাড়ি, অফিস ছেড়ে বাইরে বা খোলা আকাশের নিচে চলে আসেন।


ভূমিকম্পের সময় নিজের বাড়ির দোতলার ঘরেই ছিলেন সম্রাট। সে সময় আতঙ্কে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামার সময় পিছলে নিচে পড়ে যান তিনি। সাথে সাথেই অচেতন হয়ে পড়েন, শুরু হয় রক্তক্ষরণ। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন।


পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি বেসরকারি কলেজের ‘ব্যাচেলর অফ এডুকেশন’ (বিএড)-এর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন সম্রাট।


বিবার্তা/ডিডি/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com