শিরোনাম
হায়দরাবাদ জোড়া বিস্ফোরণে দোষী সাব্যস্ত ২, খালাস ২
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৮
হায়দরাবাদ জোড়া বিস্ফোরণে দোষী সাব্যস্ত ২, খালাস ২
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২০০৭ সালে ভারতের হায়দরাবাদে জোড়া বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের (আইএম) দুই সদস্যকে দোষী সাব্যস্ত করেছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’এর বিশেষ আদালত।


মঙ্গলবার হায়দরাবাদের এই বিশেষ আদালত এই রায় দেয়। দোষীরা হলেন আনিক সাফিক সৈয়দ ও মোহাম্মদ আকবর ইসমাইল চৌধুরী।


অন্যদিকে প্রমাণের অভাবে এই মামলার বাকি দুইজন- মোহাম্মদ সাদিক ইসরার আহমেদ শায়িক ও ফারুক সরাফুদ্দিন তারকশকে বেকসুর খালাস দেয়া হয়েছে। আগামী সোমবার দোষীদের সাজা ঘোষণা করবে আদালত। ওই দিনই আরেক অভিযুক্ত তারিক আনজুমের বিরুদ্ধেও রায় শোনাবে আদালত।


উল্লেখ্য ১১ বছর আগে ২০০৭ সালের ২৫ আগস্ট জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে হায়দরাবাদ শহর। ওইদিন রাত পৌনে ৮টার দিকে শহরের কোটি এলাকায় গোকুল ঘাট নামে একটি খাবারের দোকানে এবং লুম্বিনি পার্কে লেসার শো অডিটোরিয়ামে ওই বিস্ফোরণ হয়।


কয়েক মিনিটের ব্যবধানে ওই জোড়া বিস্ফোরণে নিহত হয় ৪৪ জন, আহত হয় ৬৮ জন।


তদন্তে নেমে ইন্ডিয়ান মুজাহিদিনের ৫ সদস্যকে আটক করে ভারতের পুলিশ। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ (খুন) সহ অন্য ধারা এবং বিস্ফোরক পদার্থ আইনে মামলা দায়ের করা হয়।


বিবার্তা/ডিডি/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com