শিরোনাম
''এনআরসি'র মাধ্যমে বিজেপি সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে''
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৭
''এনআরসি'র মাধ্যমে বিজেপি সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে''
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের আসাম রাজ্যে প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বাতিলের দাবিতে কলকাতায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এনআরসি'র মাধ্যমে বিজেপি আসামে বাঙালিদের হেনস্তা ও সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে বলে এসব কর্মসূচি থেকে অভিযোগ তোলা হয়।


কলকাতার কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শনিবার বিকালে এসব কর্মসূচির আয়োজন করে। স্থানীয় কলেজ স্ট্রিটে বিক্ষোভ মিছিল হয়। পরে উত্তর কলকাতার বাগবাজারে অনুষ্ঠিত হয় সমাবেশ।


এদিকে, বিজেপি'র বিরুদ্ধে এনআরসি'র মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ তুলেছে ১৭টি বাম দল। বিশ্ব শান্তি দিবস উপলক্ষে শনিবার কলকাতায় মিছিল ও সমাবেশ থেকে এই অভিযোগ তোলেন নেতারা।



কলকাতার রামলীলা ময়দান থেকে মহাজাতি সদন চত্বর পর্যন্ত মিছিল করেন বাম দলগুলোর নেতারা। এতে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, সিপিআই নেতা মঞ্জু কুমার মজুমদার, পশ্চিমবঙ্গের বিধানসভার বাম দলের পরিষদীয় দলনেতা বিধায়ক সুজন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com