শিরোনাম
পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে দেবো না: মমতা
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৮, ২১:০৪
পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে দেবো না: মমতা
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি চালু করতে দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার কলকাতায় একটি সমাবেশে এই ঘোষণা দেন তিনি।


সমাবেশে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘আগামী ২০১৯ সালের নির্বাচনেই তো বিজেপি ফিনিশ হয়ে যাবে। তবে এ রাজ্যে কে এনআরসি চালু করবে?’


রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে কলকাতার মেয়ো রোডে ওই সমাবেশের আয়োজন করা হয়।


জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ইস্যুটি উত্থাপন করে মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গে কোনোমতেই এনআরসি চালু করতে দেয়া হবে না। ওরা (বিজেপি) আমাদেরকে চ্যালেঞ্জ করছে। আমাদেরকে যদি চ্যালেঞ্জ জানায়, তবে আমরাও যোগ্য জবাব দেব।’


কোনো নাগরিককে যদি জোর করে বিদেশি তকমা দেয়া হয় তাও মেনে নেয়া হবে না বলে পরিষ্কার জানিয়ে দেন মমতা। বলেন, '‘এখানে সব বাঘের বাচ্চারা বসে আছে। এনআরসি চালু করা অত সহজ নয়। সন্দেহের বশে কোনো ভারতীয় নাগরিককে যদি বিদেশি তকমা দিয়ে তাড়ায় তবে আমরাও ছেড়ে কথা বলবো না।''


পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার আগে বিজেপি) শেষ হয়ে যাবে মন্তব্য করে মমতা বলেন, ''২০১৯ সালে তো তাদের বিদায়ের ঘণ্টা বাজবে। এখন থেকেই স্লোগান তুলতে হবে- ২০১৯, বিজেপি হবে ফিনিশ।''


সমাবেশ থেকে বিজেপির বিরুদ্ধে খুনের রাজনীতি, বিভেদের রাজনীতিরও অভিযোগ তোলেন মমতা ব্যানার্জি।


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com