শিরোনাম
''আসামের নাগরিক পঞ্জি বাংলাদেশের জন্য চাপ''
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৮, ২১:৪৬
''আসামের নাগরিক পঞ্জি বাংলাদেশের জন্য চাপ''
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসামের জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ পড়া মানুষদের বাংলাদেশে বিতাড়নের ইস্যুতে প্রতিবেশী এই দেশটির ওপর চাপ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা মন্ত্রী সাধন পান্ডে।


রবিবার কলকাতার ইন্ডিয়ান ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মন্ত্রী বলেন, '‘বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতীম দেশ। তারা সন্ত্রাসবাদ ইস্যুতে জিরো টলারেন্স নীতি নিয়েছে। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতবিরোধী যে কোনো নাশকতা বা কর্মকাণ্ড ঠেকাতে সেদেশের সরকার সুনিশ্চিত করেছে। এই অবস্থায় বাংলাদেশের ওপর নতুন করে কোনো চাপ সৃষ্টি করা একেবারেই উচিৎ নয়।''


তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতকে বড় ভাইযের মতো বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। উল্টে তারা বলছে অসমের মানুষকে খেদিয়ে বাংলাদেশে বিতাড়ন করা হবে। এই ধরনের মনোভাব ভাল নয়।’


তাঁর অভিমত, ‘মিয়ানমারে গণতন্ত্র না থাকার কারণে সেখান থেকে রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসছে। আমাদের অপেক্ষা করতে হবে যাতে তারা সুষ্ঠু ভাবে নিজেদের দেশে ফেরত যেতে পারে। মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকেই আমাদের সেই সব রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে।’


উল্লেখ্য, গত ৩০ জুলাই আসামে প্রকাশিত হয় জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত খসড়া তালিকা। সেই তালিকা থেকে বাদ পড়ে প্রায় ৪০ লাখ বাসিন্দা। এরপরই বিষয়টি নিয়ে জোর বিতর্ক শুরু হয়।


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com