শিরোনাম
ঝাড়খণ্ডে কোরবানি নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৮, ১৩:৪৭
ঝাড়খণ্ডে কোরবানি নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে ঝাড়খণ্ডের একটি গ্রামে কোরবানির ঈদের উৎসবের সময় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।


বুধবার এ ঘটনায় পুলিশসহ অনেক লোক আহত হয়েছে।


ঈদের দিন স্থানীয় মসজিদের মাইকে দেয়া ঘোষণা অনুযায়ী সকাল প্রায় সাড়ে ১১টার দিকে পাকুর জেলার দানগা পাড়া গ্রামের কয়েকশত মানুষ কোরবানির পশু জবাইয়ের জন্য জড়ো হয়।


স্থানীয়রা প্রকাশ্যে গরু জবাই করার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়েছিল।


স্থানীয়রা জানিয়েছে, পুলিশ কোরবানিতে বাধা দিয়ে কোরবানির জন্য নির্দিষ্ট পশু নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে গ্রামবাসী বাধা দিলে পুলিশ প্রথমে লাঠি পেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, পরে গুলি করে।


আহত গ্রামবাসীদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত সাতজনের গায়ে গুলি লেগেছে।


সংঘর্ষে ওই এলাকার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানা গেছে।


ঝাড়খণ্ডে গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি আছে এবং দিল্লির কেন্দ্রীয় সরকার এই ঈদে প্রকাশ্যে পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।


পুলিশ জানিয়েছে, সম্ভবত পশ্চিববঙ্গ থেকে কিছু মুসলিম ওই গ্রামবাসীদের সঙ্গে যোগ দিয়েছিল, তারা সবাই মিলে মহেষপুর থানা আক্রমণ করে।


উত্তেজনা কমাতে ঘটনার পর থেকে ওই এলাকায় যে কোনো ধরনের জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com