শিরোনাম
ভারতে ঈদুল আজহা উদযাপন
প্রকাশ : ২২ আগস্ট ২০১৮, ১৯:১২
ভারতে ঈদুল আজহা উদযাপন
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোটা ভারতে ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ।এদিন সকাল থেকেই কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দানসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে কলকাতায় সবচেয়ে বড় জামাত হয় রেড রোডে। সকাল ৯ টায় কলকাতার রেড রোডে শুরু হয় ঈদের নামাজ।


হাজার হাজার মুসল্লি পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মির, ত্রিপুরা, অাসামসহ দেশের প্রতিটি রাজ্যেও যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা।


এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রমুখ।


বিবার্তা/ডিডি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com