শিরোনাম
নাগরিকপঞ্জি খসড়ার স্বচ্ছতা নিয়ে সংশয় নেই: রাজনাথ সিং
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৮, ২১:৩০
নাগরিকপঞ্জি খসড়ার স্বচ্ছতা নিয়ে সংশয় নেই: রাজনাথ সিং
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, ‘জাতীয় নাগরিকপঞ্জির খসড়া তৈরির এই পুরো প্রক্রিয়াটিই সম্পন্ন হয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। এই প্রক্রিয়াটি ন্যায্য এবং এর স্বচ্ছতা নিয়েও কোনো সংশয় নেই।’


শুক্রবার ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশনে তিনি বলেন, কোনো ভারতীয় নাগরিকই আসামের জাতীয় নাগরিকপঞ্জির বাইরে থাকবেন না।


তিনি বলেন, ‘যাঁরা তাঁদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারবেন, তাঁদের কোনও দুশ্চিন্তার কারণ নেই। এখানে কোন বৈষম্য করা হয় নি এবং হবেও না। আমি প্রত্যেককে নিশ্চিতভাবে একটা কথা বলতে পারি যে, কোনও ভারতীয় নাগরিকের নামই এই তালিকার বাইরে থাকবে না। নাম তোলার জন্য প্রত্যেকেই সুযোগ পাবেন।’


উল্লেখ্য, গত ৩০ জুলাই অসমে প্রকাশিত হয় জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত খসড়া তালিকা। এনআরসি’এর কাছে জমা পড়া ৩.২৯ কোটি আবেদনকারির মধ্যে চূড়ান্ত খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ২.৮৯ কোটির কিছু মানুষের নাম। তালিকা থেকে বাদ পড়ে প্রায় ৪০ লাখ বাসিন্দা। এরপর থেকেই গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে জোর বিতর্ক চলছে দেশটিতে।


যদিও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের দাবি বাংলাদেশি অনুপ্রবেশকারীর কথা বলে আসলে কেন্দ্রীয় সরকার মুসলিমদের বাদ দিতে চাইছে। আগামী বছরের লোকসভা নির্বাচন ও একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই বিজেপি এই কাজ করছে বলেও অভিযোগ বিরোধীদের।


সে প্রসঙ্গেই এদিন রাজনাথ বলেন, ‘বিভেদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের দেশের ঐতিহ্য হল তার ঐক্য। সেই ঐক্যের সুরটিকেই ধ্বংস করে বিরোধীরা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা চালাচ্ছে। এটা কোনওভাবেই হতে দেয়া যায় না’।


দেশের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত রাখতে প্রত্যেকের কাছে আবেদনও জানান রাজনাথ।


গতকাল শিলচর বিমানবন্দরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সাথে অসম পুলিশের ধস্তাধস্তির ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ নয়, বরং তৃণমূলের নেতারাই বিমান বন্দরে বিশৃঙ্খল আচরণ করেছেন।’


আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গোয়েন্দাদের থেকে পাওয়া কয়েকটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তৃণমূলের প্রতিনিধিদের বিমান বন্দরের বাইরে যেতে দেওয়া হয়নি বলেও এদিন জানান রাজনাথ।


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com