শিরোনাম
ভারতে বন্যা ও ভূমিধসে ৬০০ লোকের প্রাণহানি
প্রকাশ : ২৯ জুলাই ২০১৮, ১৬:২২
ভারতে বন্যা ও ভূমিধসে ৬০০ লোকের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

টানা বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসে কয়েক সপ্তাহের ব্যবধানে ভারতের ছয় রাজ্যে প্রায় ৬০০ লোকের প্রাণহানি হয়েছে। এতে কয়েক হাজার ঘরবাড়ির ব্যাপক ক্ষতি এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, দিল্লীর কিছু এলাকা ও পাশের নইদা শহরসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে পানি জমায় যানবাহন আটকা পড়েছে, বাসাবাড়িসহ অফিসেও পানি উঠে গেছে।


বার্তাসংস্থা সিনহুয়া কর্তৃক প্রকাশিত খবরে বলা হয়, সবচেয়ে আক্রান্ত হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র। এখানে প্রায় ১৪০ জনের প্রাণহানি হয়েছে।


জাতীয় জরুরি ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, কেরালায় ১২৬ জন, পশ্চিম বঙ্গে ১১৬ জন, উত্তর প্রদেশে ৭০ জন, গুজরাটে ৫২ জন এবং আসামে ৩৪ জনের প্রাণহানি হয়েছে।


মহারাষ্ট্রে ৯৯ দশমিক ৩০ মিলিমিটার, কেরালায় ১ হাজার ৪৫১ দশমিক ৮৫ মিলিমিটার, আসামে ৫৮৫ দশমিক ৭০ মিলিমিটার, গুজরাটে ৪৪৯ দশমিক ৯২ মিলিমিটার এবং উত্তর প্রদেশে ১৭১ দশমিক ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


ছয়টি বন্যা দূর্গত রাজ্যে ত্রাণ ও উদ্ধারতৎপরতা কাজে সরকার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ৪৩টি দলে ১ হাজার ৯৩৫ জন সদস্যকে নিযুক্ত করেছে।


এ দিকে দিল্লীর কিছু স্থানে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল মন্ত্রিসভার বৈঠক করেছেন।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com