শিরোনাম
'অসমের নাগরিক পঞ্জি নিয়ে আতঙ্কের কারণ নেই'
প্রকাশ : ২৩ জুলাই ২০১৮, ১৫:৫৯
'অসমের নাগরিক পঞ্জি নিয়ে আতঙ্কের কারণ নেই'
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অসম রাজ্যের নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) প্রকাশ নিয়ে আতঙ্ক বা ভয়ের কিছু নেই, প্রকৃত সকল ভারতীয়রা তাদের নাগরিকত্ব প্রমাণের পর্যাপ্ত সুযোগ পাবেন। রবিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই আশ্বাস দিয়েছেন। আগামী ৩০ জুলাই প্রকাশিত হবে এই চূড়ান্ত খসড়া।


এ প্রস্ঙ্গে একাধিক ট্যুইটে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘১৯৮৫ সালের ১৫ আগষ্ট ‘অসম চুক্তি’ অনুযায়ী- এনআরসি ও অসমের বাসিন্দাদের তালিকা নতুন করে সংযোজন করা হচ্ছে এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই কাজ করা হচ্ছে। ভয় বা আতঙ্কের কোনো কারণ নেই। কোনো ব্যক্তিকেই হয়রানির শিকার হতে হবে না। প্রত্যেক ব্যক্তিই যাতে ন্যায় বিচার পায় এবং তাদের সাথে মানবিক আচরণ করা হয় তা আমরা সুনিশ্চিত করবো।’


এই খসড়া পুরোপুরি নিরপেক্ষ, স্বচ্ছ ও নির্ভুলভাবে তৈরি করা হচ্ছে বলেও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ‘প্রত্যেক ব্যক্তিই সমস্ত প্রতিকারের জন্য আইন অনুযায়ী পর্যাপ্ত সুযোগ পাবেন। প্রক্রিয়ার প্রতিটি পর্যায়েই সকলকে পর্যাপ্ত সুযোগ দিয়ে তাদের বক্তব্য শোনা হবে।’


স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমত, পুরো প্রক্রিয়াটিই আইন মোতাবেক হচ্ছে এবং যথাযথ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এটা পরিস্কার করে জানাতে চায় যে, আগামী ৩০ জুলাই এনআরসি প্রকাশিত হথে ছলেছে এবং এটি কেবলমাত্র একটি খসড়া এবং এটি প্রকাশিত হওয়ার পর প্রত্যেক ব্যক্তির তাদের অভিযোগ ও দাবি জানানোর পর্যাপ্ত সুযোগ রয়েছে।


তিনি বলেন, ‘সমস্ত দাবি ও অভিযোগ যথাযথভাবে পরীক্ষা করে দেখা হবে। এই দাবি বা আপত্তি খারিজ করে দেয়ার আগে শুনানির যথেষ্ট সুযোগ থাকবে। তারপরেই চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশ করা হবে।’


গত বছরের ৩১ ডিসেম্বর প্রকাশিত আংশিক খসড়ায় অসমের ৩ কোটি ২৯ লাখ আবেদনকারীর মধ্যে অন্তর্ভুক্তি হয় রাজ্যের ১.৯ কোটি মানুষের। অনুপ্রবেশ ইস্যুতে জর্জরিত অসমই দেশের একমাত্র রাজ্য যেখানে জাতীয় নাগরিক নিবন্ধন প্রক্রিয়া রয়েছে। ১৯৫১ সালে যা প্রথম তৈরি করা হয়েছিল।


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com