শিরোনাম
তৃণমূলে কংগ্রেসে যোগ দেয়ার হিড়িক!
প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৪:২০
তৃণমূলে কংগ্রেসে যোগ দেয়ার হিড়িক!
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপি নেতা ও দলটির দুই বারের রাজ্যসভার সাংসদ চন্দন মিত্র। শনিবার কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘাস-ফুল শিবিরে নাম লেখান চন্দন মিত্র।


‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার সহকারী সম্পাদক হিসাবে কেরিয়ার শুরু করা চন্দন মিত্র বর্তমানে দিল্লির ‘দ্য পাইওনিয়ার’ সংবাদপত্রের সম্পাদক। এছাড়া দিল্লিতে ‘টাইমস অফ ইন্ডিয়া’, ‘দ্য সানডে অবজার্ভার’, ‘হিন্দুস্থান টাইমস’ পত্রিকার সাথে যুক্ত ছিলেন তিনি।


প্রথমবার ২০০৩ সালে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হন তিনি। পরে বিজেপির টিকিটে ২০১০ সালে দ্বিতীয়বারের জন্য মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তিনি। তবে ২০১৪ সালে লোকসভার নির্বাচনে বিজেপির হয়ে রাজ্যটির হুগলী কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে পরাজিত হন চন্দন মিত্র।


চন্দন মিত্র ছাড়াও এদিন তৃণমূলে যোগ দেন দেশটির জাতীয় কংগ্রেসের চার বিধায়ক। এরা হলেন- সমর মুখার্জি, আবু তাহের, সাবিনা ইয়াসমিন এবং আখরুজ্জামান।


এর পাশাপাশি সম্প্রতি সিপিআইএম ছেড়ে আসা দলটির সাবেক সাংসদ মইনুল হাসান, মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব, পশ্চিমবঙ্গের মালদা জেলার জাতীয় কংগ্রেস সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ তিওয়ারি, কলকাতা পুরসভার কাউন্সিলর তারিক আনোয়ার সহ রাজ্যের বিভিন্ন দলের আরও একধিক নেতা এদিন তৃণমূলে নাম লেখান।


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com