শিরোনাম
আগামীতে বাংলাই ভারতকে পথ দেখাবে: মমতা
প্রকাশ : ২১ জুলাই ২০১৮, ১৮:৪২
আগামীতে বাংলাই ভারতকে পথ দেখাবে: মমতা
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোটা ভারত দখলের ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর কোন পথে সেই সাফল্য আসবে তারও পথ বাতলে দিলেন তিনি।


শনিবার কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে নিশানা করে মমতা ব্যানার্জি বলেন, ‘আজকের দিনে আমাদের অঙ্গীকার হলো- ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে সবকয়টিতে জয় লাভ করা। আগামী দিন বাংলাই ভারতকে পথ দেখাবে। তাই আমাদের বাংলার মা-মাটি-মানুষ-হিন্দু-মুসলমান-আদিবাসীকে নিয়ে আমরা সংসদের পথ দেখাবো।’


তৃণমূল নেত্রী জানান, ‘আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানের বিশাল সমাবেশ থেকেই ১৯ দখলের ডাক দেয়া হবে। যেখানে প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্ব ও ফেডারেল ফ্রন্টের নেতাদের আমন্ত্রণ জানানো হবে এবং সকলকে সাথে নিয়ে এই কাজ করা হবে।’


মমতা বলেন, ‘আমরা চেয়ার খুব একটা পছন্দ করি না, চেয়ারকে কেয়ারও করি না। কিন্তু দেশকে কেয়ার করি, মা-মাটি-মানুষকে কেয়ার করি।’


গত ১৬ জুলাই পশ্চিমবঙ্গের মেদিনীপুরে মোদির জনসভায় প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনায় বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘যারা একটা প্যান্ডেল করতে পারে না তারা না-কি দেশ গড়বে? তাহলেই বুঝুন!’


আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপি যে হারবে এমন ভবিষ্যৎ বাণী করে মমতা বলেন, ‘গতকাল (শুক্রবার) লোকসভায় অনাস্থা প্রস্তাবে ওরা (বিজেপি জোট) ৩২৫টি সমর্থন পেয়েছে, বিরোধীরা ১২৬টি সমর্থন পেয়েছে। তাতে কী হলো? কারণ নির্বাচনের সমীকরণ আলাদা। আগামী নির্বাচনে ৩২৫ এর জায়গায় বিজেপি ১০০টি আসন পাবে কি-না সন্দেহ আছে। সংসদের ভিতর পরিচিত কিছু মানুষের ভোটে তারা জিতেছে কিন্তু গণতন্ত্রে তারা কোনভাবেই জিতবে না।’


তৃণমূল কংগ্রেসের এই জনসভায় দলটির সাংসদ, বিধায়ক সব স্তরের নেতাকর্মী, সমর্থক এমনকি টালিগঞ্জের কয়েকজন তারকাও উপস্থিত ছিলেন।


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com