শিরোনাম
দাড়িওয়ালা মুসলিমরা বিচ্ছিন্নতাবাদী: ভারতের শিয়া নেতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৮, ২১:৪৬
দাড়িওয়ালা মুসলিমরা বিচ্ছিন্নতাবাদী: ভারতের শিয়া নেতা
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নতুন করে বিতর্কের জন্ম দিলেন ভারতের উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারপারসন ওয়াসিম রিজভি। তিনি বলেছেন, ‘ইসলাম ধর্মে দাড়ি রাখাটা রীতি। কিন্তু যেসব মুসলিমরা গোঁফ ছাড়া দাড়ি রাখেন তারা বিচ্ছিন্নতাবদী এবং তারা ভারতে তথা সমগ্র বিশ্বে সন্ত্রাসের একটা মুখ।’


সোশ্যাল মিডিয়ায় রিজভি’র শেয়ার করা একটি ভিডিওতে তিনি এই মন্তব্য করেন। সেখানে তাকে বলতে দেখা যায় যে, ‘গোঁফ ছাড়া দাড়ি রাখা মুসলিমদের ভয়ঙ্কর দেখতে লাগে। এই ধরনের মুসলিমরা বিচ্ছিন্নতাবাদী ও ইসলামিক মৌলবাদী এবং এরাই সমগ্র বিশ্বে সন্ত্রাস ছড়াচ্ছে। গোঁফ ছাড়া দাড়ি দিয়ে মানুষের মধ্যে ভয়ের সঞ্চার তৈরি করে।’


ওয়াসিম রিজভি আরও বলেন, ‘এই মুসলিমরাই শরিয়তের নামে মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে এবং বিভিন্ন ফতোয়া জারি করে, যেটা ইসলামের পরিপন্থী।’


যে সকল মুসলিম ধর্মগুরু বিভিন্ন সময় ফতোয়া জারি করে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদের সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ব্যাপারে সরকারের প্রতি আহবান জানান তিনি।


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com