শিরোনাম
ভারতে মুসলিম মুখ্যমন্ত্রী নিয়ে নতুন বিতর্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০১৮, ১৮:৫৫
ভারতে মুসলিম মুখ্যমন্ত্রী নিয়ে নতুন বিতর্ক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের উত্তর প্রদেশে কোনো মুসলিমকে কেন মুখ্যমন্ত্রী করা হয়নি - এ প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টনমন্ত্রী এবং লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান। আর তার কড়া জবাব দিয়েছেন কোলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক।


সোমবার উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে এক অনুষ্ঠানে ওই রাজ্যের বিরোধী নেতা ও দলকে লক্ষ্য করে রামবিলাস বলেন, ‘'মুসলিমরা কী ‘বন্ডেড লেবার’ যে তারা কেবল মুলায়ম সিং যাদব (সমাজবাদী পার্টি), অখিলেশ যাদব (সমাজবাদী পার্টি), মায়াবতী (বহুজন সমাজ পার্টি) বা কংগ্রেসকে ভোট দেবেন? উত্তর প্রদেশে মুসলিমদের অনেক বড় জনগোষ্ঠী রয়েছে। এজন্য তারা কেবল মুসলিমদের ভোট চান। উত্তর প্রদেশে কেন এতদিন কোনো মুসলিমকে মুখ্যমন্ত্রী করা হয়নি? এরকম বিহারেই বা হয়নি কেন?'’


রামবিলাস আরো বলেন, ‘'একবার বিহারে আমার সুযোগ এসেছিল, আমি মুসলিম মুখ্যমন্ত্রী করার জন্য সুপারিশ করেছিলাম। কিন্তু লালুপ্রসাদ যাদব চেয়েছিলেন তার স্ত্রী রাবড়ি দেবীকে বিহারের মুখ্যমন্ত্রী করতে। মুসলিমদের বলতে চাই, আপনাদের বিজেপি’র ভয় দেখানো হচ্ছে। কিন্তু আপনাদের স্পষ্ট বুঝতে হবে আপনারা কী ‘বন্ডেড লেবার’? আপনারা সরকারের সামনে আপনাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরুন এবং তারপরে কোনো দল সম্পর্কে সিদ্ধান্ত নিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ কী কখনো বলেছেন যে ‘রাম মন্দির’ কোথায় হবে? বিষয়টি এখনো আদালতে বিচারাধীন রয়েছে।’'


'এটা রামবিলাস পাসোয়ানের মায়াকান্না'


এদিকে রামবিলাসের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক। মঙ্গলবার রেডিও তেহরানকে তিনি বলেন, ‘'এটা রামবিলাস পাসোয়ানের ‘মায়াকান্না’। বিজেপির শরিকদলের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় হওয়ার চেষ্টা করছেন। কারণ, মন্ত্রিসভায় টালমাটাল চলছে, তিনি যাতে ভালো পদ পান সেজন্য তাকে খুশি করার চেষ্টা করছেন। আর বিজেপি তো কোনো মুসলিমকে পশ্চিমবঙ্গ, গুজরাট, উত্তর প্রদেশ বা বিহারে প্রার্থীও করেনি! তাদের কোনো নির্বাচিত মুসলিম জনপ্রতিনিধি লোকসভা বা বিধানসভায় নেই। সুতরাং সবকিছুর আগে রামবিলাস পাসোয়ানের প্রশ্নটা করা উচিত নরেন্দ্র মোদিকে, মোহন ভাগবত এবং যোগি আদিত্যনাথকে যে, তারা কেন সংবিধান মানছেন না এবং চরম বৈষম্য করছেন মুসলিমদের প্রতি। তারপরে তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন না হবেন তা নিয়ে কথা বলবেন। আগে নিজের ঘর দেখুন, তার পরে অন্যের ঘরের দিকে তাকাবেন। কাঁচের ঘরে বাস করে রামবিলাস পাসোয়ান যেন অন্যের ঘরে ঢিল না মারেন। এ নিয়ে তিনি সতর্ক হলেই ভালো।’'


ড. ইমানুল হক বলেন, ‘'পাসোয়ানের অবগতির জন্য জানাই, এর আগে কংগ্রেসের আমলে বিহারে আব্দুল গফুর নামে একজন মুসলিম মুখ্যমন্ত্রী হয়েছিলেন, মহারাষ্ট্রে আব্দুল রহমান আন্তুলে মুখ্যমন্ত্রী হয়েছেন, অসমে সাইয়্যেদা আনোয়ারা তৈমুর মুখ্যমন্ত্রী হয়েছেন, রাজস্থানে বরকতউল্লাহ খান মুখ্যমন্ত্রী হয়েছেন। এরা সকলেই বিভিন্ন সময়ে কংগ্রেস শাসনামলে কংগ্রেস নেতা ও মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সূত্র পার্সটুডে


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com