শিরোনাম
পশ্চিমবঙ্গে ঈদের ছুটি নিয়ে সরকারি ভুয়া বিজ্ঞপ্তি!
প্রকাশ : ১০ জুন ২০১৮, ২০:৫০
পশ্চিমবঙ্গে ঈদের ছুটি নিয়ে সরকারি ভুয়া বিজ্ঞপ্তি!
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদ উপলক্ষ্যে পাঁচ দিনের ভুয়া সরকারি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। শনিবার মধ্যরাত থেকেই রাজ্য সরকারের অতিরিক্ত সচিব রাজশেখর বন্দোপাধ্যায়ের স্বাক্ষর করা ওই ভুয়া বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে।


যে কোনো সরকারি বিজ্ঞপ্তির ক্ষেত্রে যে নির্দিষ্ট নম্বর থাকে ওই চিঠির বাম দিকে সেই নম্বরও দেয়া হয়। মুহুর্তের মধ্যেই তা ভাইরাল রূপ নেয়।


পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নের ভুয়া প্যাডে জানানো হয়, ‘পবিত্র ঈদ উৎসব উদযাপনের জন্য আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষণার সরকারি সিদ্ধান্তে রাজ্যপাল খুশি ব্যক্ত করেছেন। এছাড়া আগামী ১৬ তারিখ ঈদের দিন ইতিমধ্যেই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।’


‘ঐ দিনগুলোতে রাজ্যটিতে সকল সরকারি কার্যালয় সহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা ও গ্রাম পঞ্চায়েত, উন্নয়নমূলক বোর্ড, কর্পোরেশন, রাজ্য সরকার অধীগৃহীত সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।’


অতীতে ঈদ উপলক্ষ্যে যেখানে কখনও একটানা পাঁচ দিন ছুটি দেয়া হয়নি সেখানে রাজ্য সরকারের তরফ থেকে আদৌ এমন কোনো নির্দেশিকা দেয়া হয়েছে কি-না তা নিয়ে সন্দেহ তৈরি হয়। রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যেও শোরগোল পড়ে যায়।


বেশ কয়েক ঘণ্টা পর রবিবার দুপুরে বিষয়টি পরিস্কার হয়। জানা যায় ঈদ উপলক্ষ্যে একটানা পাঁচ দিন ধরে ছুটি থাকার কোনো সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে নেয়া হয়নি। কেবল আগামী ১৬ জুন ঈদের দিন যে নির্ধারিত ছুটি রয়েছে, একমাত্র সেটি বহাল থাকবে।


গোটা ঘটনার পিছনে কে বা কারা জড়িত রয়েছে- সে বিষয়টি খুঁজে বের করতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে ট্যুইট করে এই ভুয়া বিজ্ঞপ্তির খবর জানিয়ে বলা হয়, ‘ঈদের ছুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়া বিজ্ঞপ্তি ঘুরে বেড়াচ্ছে। এটা মিথ্যে। যে বা যারা এই ঘটনার পিছনে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।'


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com