শিরোনাম
ফের ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত
প্রকাশ : ০৮ জুন ২০১৮, ০৬:৪২
ফের ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় বিমানবাহিনী আরেকটি জাগুয়ার বিমান বিধ্বস্ত হয়েছে। এতে করে চলতি মাসেই দুটি যুদ্ধ বিমান ও এক পাইলটকে হারালো ভারত।


শুক্রবার গুজরাটের জামানগর বিমানঘাঁটিতে অবতরণের সময়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় এটি বিধ্বস্ত হয় বলে জানানো হয়েছে।


বিমানটি সাধারণ প্রশিক্ষণের জন্য আকাশে উড়েছিল। ভারতীয় বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের সময় এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলট নিরাপদে যুদ্ধবিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানানো হয়েছে। এ ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।


এ নিয়ে তিন দিনের মধ্যে দ্বিতীয় দফা ভারতীয় বিমানবাহিনীর জাগুয়ার বিমান বিধ্বস্ত হলো।


এর আগে চলতি মাসের ৫ তারিখে জাগুয়ার বিমান বিধ্বস্ত হয়ে একজন এয়ার কমোডোর নিহত হয়েছিলেন।


সাধারণ প্রশিক্ষণ চলাকালেই দুই ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়। এয়ার কমোডোর সঞ্জয় চৌহান বিমানটি চালাচ্ছিলেন। বিমানটি জামানগর বিমানঘাঁটি থেকেই আকাশে উড়েছিল এবং গুজরাট প্রদেশের কচ্ছের মুন্ড্রা গ্রামের কাছে বিধ্বস্ত হয়েছে।


অ্যাংলো-ফ্রান্স নির্মিত এক আসনের যুদ্ধবিমান জাগুয়ার সর্বোচ্চ ঘণ্টায় ১৩৫০ কিলোমিটার বেগে উড়তে পারে। এটি একযোগে দুইটি ৩০এমএম কামান এবং দুইটি আর-৩৫০ ম্যাজিক সিসিএম বোমা বহন করতে পারে। এতে বাড়তি ৪ হাজার ৭৫০ কেজি বোমা বা জ্বালানি বহনের সক্ষমতা রয়েছে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com