শিরোনাম
ভারতে ঝড় ও বজ্রপাতে ৪৩ জনের প্রাণহানি
প্রকাশ : ২৯ মে ২০১৮, ১৪:৩৪
ভারতে ঝড় ও বজ্রপাতে ৪৩ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে ঝড় ও বজ্রপাতে তিন রাজ্যে ৪৩ জনের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান।


গত ২৪ ঘন্টায় দেশটির বিহার, ঝাড়খন্ড ও উত্তর প্রদেশে প্রচণ্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাতে এসব প্রাণহানি ঘটে।


কর্মকর্তারা বলেন, ঝড়ে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে বিহারে। এই রাজ্যে মোট ১৭ জন মারা গেছে। ঝাড়খন্ডে ১৩ জন ও উত্তর প্রদেশেও ১৩ জন মারা গেছে। এছাড়া ঝাড়খন্ডে ২৮ জন আহত হয়েছে।


এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বিহার ও উত্তর প্রদেশে পরবর্তী ২৪ ঘন্টায় ঝড়ো-বাতাসসহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভারতের বিভিন্ন এলাকা ছাড়াও কেরালা ও কর্নাটকেও ঝড়-বৃষ্টি হতে পারে। জেলেদের এই সময়ে সাগরে মাছ ধরতে নিষেধ করা হয়েছে।


তিন রাজ্যের সরকার প্রয়োজনীয় ভিত্তিতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সেই সঙ্গে দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। সূত্র: এএফপি ও কলকাতা২৪/৭


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com