শিরোনাম
ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় নিহত ৫
প্রকাশ : ২০ মে ২০১৮, ১৬:২৩
ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের ঘটানো বিস্ফোরণে পাঁচ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন গুরুতর আহত হয়েছেন।


রবিবার ছত্তিশগড়ের দান্তেওয়াদা জেলায় মাওবাদীরা আধুনিক বিস্ফোরক ডিভাইস -আইআইডি বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।


জেলার কোলানা এলাকায় টহলরত নিরাপত্তাকর্মীদের বহনকারী একটি জিপকে লক্ষ্য করে এ হামলা চালায় মাওবাদীরা। ওই জিপে ৭ জন নিরাপত্তাকর্মী ছিলেন।


পুলিশের ডেপুটি ইন্সপেক্টর ভিভেকানন্দ সিনহা গণমাধ্যমকে জানান, বিস্ফোরণের ঘটনায় পাঁচ নিরাপত্তাকর্মী ঘটনাস্থলেই নিহত হন। অপর দু’জন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন।


ছত্তিশগড়ের কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে তিন জওয়ান ছত্তিশগড় আর্মড ফোর্স-এর সদস্য। নিহত অপর দু’জন জেলার নিজস্ব বাহিনীর সদস্য ছিলেন।


নিউজ এজেন্সি এএনআই জানিয়েছে, ওই ঘটনার পরপরই এলাকাটি সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্স (সিআরপিএফ) ঘিরে ফেলেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com