শিরোনাম
ভারতে শীর্ষ পুলিশ কর্মকর্তার আত্মহত্যা
প্রকাশ : ১১ মে ২০১৮, ২২:০২
ভারতে শীর্ষ পুলিশ কর্মকর্তার আত্মহত্যা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের মুম্বাইয়ে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ৫৫ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তার নাম হিমাংশু রায়।


তিনি মহারাষ্ট্র পুলিশের এডিজি ছিলেন। আগে রাজ্যটির সন্ত্রাস বিরোধী স্কোয়াডের (এটিএস) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সন্ত্রাসবিরোধী গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য হিমাংশু ‘সন্ত্রাসবাদীদের যম’ হিসেবে পরিচিত ছিলেন।


উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানান, শুক্রবার মেরিন লাইনসে নিজ বাড়িতে নিজের রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন হিমাংশু।


হিমাংশু ক্যানসারে ভুগছিলেন। এজন্য তিনি দীর্ঘদিন চিকিৎসাকালীন ছুটিতে ছিলেন। তবে রোগযন্ত্রণা নাকি অন্য কোনো কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।


২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত এটিএস প্রধান পদে ছিলেন হিমাংশু রায়। সে সময় বেশ কয়েকটি সাড়া জাগানো মামলার সমাধান করেছিলেন তিনি।


এদিকে, হিমাংশুর এই মৃত্যুতে গোটা ভারতে আলোচনা তৈরি হয়েছে।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com