শিরোনাম
পশ্চিমবঙ্গে কোন গণতন্ত্র নেই: সোমনাথ চ্যাটার্জি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ২১:১৩
পশ্চিমবঙ্গে কোন গণতন্ত্র নেই: সোমনাথ চ্যাটার্জি
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের লোকসভার সাবেক স্পীকার ও সিনিয়র সিপিআইএম নেতা সোমনাথ চ্যাটার্জি বলেছেন, পশ্চিমবঙ্গে কোন গণতন্ত্র নেই। এ রাজ্যকে জঙ্গলের দেশ বলে মনে হয়। বুধবার কলকাতায় গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।


আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে যে ধরনের সহিংসতা চলছে সে প্রসঙ্গেই সোমনাথ বলেন ‘...পশ্চিমবঙ্গকে কি একটা গণতান্ত্রিক রাজ্য বলতে পারি এটা তো জঙ্গলের দেশ বলে মনে হয়। একজন নারীকে দেখলাম যে তাকে সটান তুলে নিয়ে আছড়ে ফেলল রাস্তায়। এটা অবিশ্বাস্য ব্যাপার।’


পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘রাজ্যে সবচেয়ে বিপজ্জনক হয়েছে পুলিশের ভূমিকা। আলিপুরে যেখানে পঞ্চায়েত নির্বাচন সম্পর্কিত কাজ হচ্ছে সেখানে ১৪৪ ধারা জারির নামে গণমাধ্যমের কর্মীদের ঢুকতে দেয়া হচ্ছে না অথচ হেলমেট বিহীন একাধিক মানুষ মোটরবাইক নিয়ে ভিতরে প্রবেশ করছেন এবং একটা উদ্দেশ্য নিয়েই তারা ভিতরে প্রবেশ করছেন।’


সোমনাথের প্রশ্ন ‘এরা কারা? পুলিশ কেন তাদের ভেতরে প্রবেশের অনুমতি দিল? এর জবাব দিতে হবে।’


বিবার্তা/ডিডি/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com