শিরোনাম
ভারতে ৩৩ বাংলাদেশী অনুপ্রবেশকারী আটক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৮, ১৭:১৫
ভারতে ৩৩ বাংলাদেশী অনুপ্রবেশকারী আটক
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অবৈধভাবে বসবাসের অভিযোগ ভারতের রাজস্থানের আলওয়ার থেকে ৩৩ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করেছে পুলিশ। রবিবার রাজস্থান রাজ্য পুলিশের সিআইডি (ক্রাইম), ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এবং নিমরানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।


আটক হওয়া ৩৩ জনের মধ্যে ১১ জন নারী, ১১ জন শিশু ও বাকিরা পুরুষ। তাদের অনেকের কাছ থেকে আধার কার্ড উদ্ধার করা হয়েছে। তারা কীভাবে অবৈধ এই কার্ড জোগাড় করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নিমরানা থানার স্টেশন হাউজ অফিসার (এসইইচও) হিতেশ শর্মা।


গোয়েন্দাদের কাছে ওই এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের অবস্থানের বিষয়টি জানার পরই সেখানে অভিযান চালানো হয়। পুলিশের ওই কর্মকর্তা জানান, দালালদের এক হাজার রুপি দিয়ে তিন বছর আগে পশ্চিমবঙ্গ সীমান্ত পেরিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা সেখানে যায়। এরপর গ্রেফতার এড়াতে তারা ঘন ঘন ঠিকানা বদলাচ্ছিল। গত ছয় মাস আগে তারা রাজস্থানের আলওয়ারে গিয়ে বসবাস করা শুরু করে।


জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, বিজয় নুরি নামে এক বাংলাদেশীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে, আলওয়ার জেলার মাঞ্জরি টাউনের এক তথ্য-মিত্র কেন্দ্রের মালিককে ২০০ রুপি দিয়ে সে ভুয়া ভারতীয় আধার কার্ড বানায়।


যে দালালদের সহায়তায় বাংলাদেশী অনুপ্রবেশকারীরা ভারতে গিয়েছিল তাদেরও খোঁজ চালানো হচ্ছে বলে জানা গেছে। একসঙ্গে এত বাংলাদেশী নাগরিক কেন ওই জায়গায় অবস্থান নিয়েছিল, তাদের খারাপ কোনো উদ্যেশ্য ছিল কিনা সে ব্যাপারেও বিস্তারিত জানতে আটক ব্যক্তিদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।


আটক হওয়া অবৈধ বাংলাদেশীদের কাছ থেকে উদ্ধারকৃত ভুয়া ভারতীয় আধার কার্ডসহ অন্য নথিগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা। তিনি জানান, আটক বাংলাদেশী নাগরিকরা ঘন ঘন বয়ান বদল করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের তরফ থেকেও ওই তথ্যমিত্র কেন্দ্রে তদন্তকারী কর্মকর্তাদের পাঠিয়ে নির্দিষ্ট ওই আধার কার্ডগুলি সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে, কোন পরিস্থিতিতে ওই কার্ডগুলি ইস্যু করা হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।


বিবার্তা/ডিডি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com