শিরোনাম
ভারতে প্রধান বিচারপতির অভিশংসন চাইলো ৭১ এমপি
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১৭:১২
ভারতে প্রধান বিচারপতির অভিশংসন চাইলো ৭১ এমপি
প্রধান বিচারপতি দীপক মিশ্রা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিরোধী দলের নেতারা দেশটির প্রধান বিচারপতি দীপক মিশ্রার অভিশংসন চেয়ে উপ রাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর কাছে নোটিশ দিয়েছেন।


বৃহস্পতিবার ভারতের সুপ্রিমকোর্ট প্রয়াত বিচারপতি বিএইচ লোয়ার মৃত্যু তদন্ত সিবিআই দিয়ে করানোর আবেদন নাকচ করে দিলে প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে আবেদন করেন ৭১ জন এমপি। তাদের সেই স্বাক্ষর করা আবেদন জমা দেয়া হয়েছে। লোকসভার এনসিপি, সিপিএম, সিপিআইএম, এসপি, বিএসপি ও মুসলিম লীগের আইন প্রণেতারা এই আবেদন স্বাক্ষর করেন।


কংগ্রেসে জ্যেষ্ঠ নেতা কপিল সিবাল বলেন, ৫টি কারণে প্রধান বিচারপতির অভিশংসন প্রস্তাব আনা যেতে পারে। জানুয়ারির ১২ তারিখে প্রধান বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সুপ্রিমকোর্টের ৪ বিচারপতি। সেই চার বিচারপতি যে স্মারকলিপি দিয়েছিল, তার নিষ্পত্তি হয়নি। সূত্র টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com