শিরোনাম
ভারতের পোশাক বাণিজ্যে বিবর্তনের ছোঁয়া
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ১০:১০
ভারতের পোশাক বাণিজ্যে বিবর্তনের ছোঁয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের অন্যতম অংশ ছিল টেক্সটাইল লেবেল। দুই দেশের শিল্প চিহ্নিত করার জন্যই ওই লেবেল বা বিশেষ চিহ্ন ব্যবহার করা হতো। এই লেবেলগুলো আসলে এক ধরনের ‘টিকেট’ বা বলা যায় ‘পরিবহনের পণ্য আদানপ্রদানের টিকেট’। পণ্য এক দেশ থেকে অন্য দেশে শিপমেন্টের সময় কাপড়ের মধ্যে এ লেবেলগুলো লাগানো হতো। আর এসব লেবেল এখন গুরুত্বপূর্ণঐতিহাসিক শিল্প হয়ে দাঁড়িয়েছে।


সম্প্রতি এসব বিরল টেক্সটাইল মিল লেবেল মুম্বাইয়ে এক প্রদর্শনীতে দেখানো হয়েছে।


প্রদর্শনীর আয়োজক আর্টিসানের পরিচালক রাধি পারেখ বলেন, ‘এসব রঙিন ক্রোমোলিথোগ্রাফ বা সহজ কথায় বলতে গেলে পাথরে ক্রোমিয়াম দিয়ে ছাপানো লেখাগুলোকে গ্রাফিক ডিজাইন এবং গণ যোগাযোগের অগ্রদূত বলা যায়। এগুলো ব্রিটেনে ডিজাইন করা হয়েছে, জার্মানিতে প্রিন্ট করা হয়েছে এবং ভারত উপনিবেশের বিভিন্ন বাজারে এগুলো পাঠানো হয়েছে।’


সংরক্ষণাগারের কর্মকর্তা আদ্রিয়ান উইলসন বলেন, ‘লেবেলগুলোতে এমন জলকলম ব্যবহার করা হতো এবং এমনভাবে চিহ্নিত করা থাকতো যেটা দেখে কাপড়ের ব্র্যান্ড, কাপড়ের ধরন এবং ওই টুকরায় কতটা কাপড় রয়েছে তা বুঝতে পারা যেত।’


ব্রিটিশ কারখানায় তৈরি তুলা দিয়ে বোনা পণ্য ভর্তি ছিল ভারতীয় বাজার। আর সেসব পণ্যে ভারতের প্রাণী ও উদ্ভিদ, দেবদেবী, মিথোলজি এবং গুরুত্বপূর্ণ মানুষের ছবি থাকতো লেবেলগুলোতে। ভারতে ক্রেতারা যেন সেসব কাপড়ের প্রতি আরো আকৃষ্ট হয় সে লক্ষ্যেই এমনটা করা হতো।


ভারতের স্বাধীনতা আন্দোলনেও টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা পোশাক শিল্প বড় ভূমিকা রেখেছে। ১৯১৮ সালে মহাত্মা গান্ধী যখন স্বদেশী আন্দোলন শুরু করেন তখন তিনি বিদেশি কাপড় বয়কটের আহ্বান জানান, একইসাথে স্বদেশে তৈরি খাদি কাপড় ব্যবহারের পরামর্শ দেন। একইসঙ্গে, ভারতীয় শিল্পপতিরা দেশের প্রথম টেক্সটাইল মিল চালু করে মুম্বাই এবং গুজরাটের আহমেদাবাদ শহরে।


সময়ের সাথে সাথে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা পোশাক শিল্পে পরিবর্তন এসেছে তা টেক্সটাইল লেবেলগুলো থেকে বুঝতে পারা যায়। ব্রিটিশ শাসনামল থেকে স্বাধীন সার্বভৌম ভারতে পোশাক শিল্প ও বাণিজ্যে বিবর্তনের ছোঁয়াই প্রকাশ করে টেক্সটাইল লেবেলগুলো। সূত্র: বিবিসি


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com