শিরোনাম
পশুখাদ্য কেলেঙ্কারিতে লালু প্রসাদ দোষী সাব্যস্ত
প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ১৮:০৮
পশুখাদ্য কেলেঙ্কারিতে লালু প্রসাদ দোষী সাব্যস্ত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদব। অপর অভিযুক্ত জগন্নাথ মিশ্র বেকসুর খালাস পান।


লালু প্রসাদ যাদব এর আগে সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড পান। লালু প্রসাদের বিরুদ্ধে আরো তিনটি পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগে মামলা ছিল। সোমবার চতুর্থ মামলায় তিনি দোষী সাব্যস্ত হন। এ মামলায় লালুর বিরুদ্ধে অভিযোগ ছিল ৩.১৩ কোটি রুপি দুমকার কোষাগার থেকে তুলে নেয়া বিষয়ে। দুমকা শহরটির এখন ঝাড়খণ্ড রাজ্যে। তবে লালু প্রসাদ মুখ্যমন্ত্রী থাকার সময় দুমকা বিহারের অধীনে ছিল।


আরজেডি প্রধান এই মুহূর্তে রাচির এক কারাগারে আছেন। সেখানে তিনি ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড ভোগ করছেন। গত শনিবার অসুস্থ হলে তিনি রাজেন্দ্র ইনিস্টিটিউট অব মেডিকেল সাইন্সে ভর্তি হন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com