শিরোনাম
‘ভারতে ২ কোটি অবৈধ বাংলাদেশি রয়েছে’
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ২২:৩৭
‘ভারতে ২ কোটি অবৈধ বাংলাদেশি রয়েছে’
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীর সংখ্যা দুই কোটি। বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে রিজিজু এ তথ্য দেন।


তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে, বৈধ ভ্রমণ নথি ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে তারা অনুপ্রবেশ করেছে। যদিও ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা জানানো সম্ভব নয়, কারণ অনেকেই কোনো রকম আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই ভারতে প্রবেশ করছে।


অবৈধ বাংলাদেশিদের নিজেদের দেশে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়াও চলছে বলে এদিন জানান তিনি।


২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি বলেছিলেন, ক্ষমতায় আসলে সমস্ত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফিরে যেতে হবে। ওই বছরে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের একটি নির্বাচনী প্রচারণা থেকে মোদি ঘোষনা দেন, ভোট ব্যাংকের স্বার্থে তাদের জন্য লাল গালিচা পেতে রাখা হয়েছে। আপনারা এটা লিখে রাখতে পারেন,আপনারা তৈরি থাকুন, ১৬ মে’র পর আপনাদের বাক্স প্যাটরা নিয়ে দেশে চলে যেতে হবে।


বিবার্তা/ডিডি/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com