শিরোনাম
মোদির বিরুদ্ধে ১২ কোটি টাকা ঘুষের অভিযোগ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ১৬:১৪
মোদির বিরুদ্ধে ১২ কোটি টাকা ঘুষের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ তোলেন আম আদমি পার্টির এই শীর্ষ নেতা।

 

তিনি বলেন, গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন ১২ কোটি টাকা ঘুষ নিয়েছেন নরেন্দ্র মোদি। দ্রুত এই নোট বাতিলের নির্দেশ যাতে তুলে নেয়া হয়, সেই বিষয়ে তিনি প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের কাছে আবেদন জানাবেন বলেও জানান।

 

তিনি আরো অভিযোগ তুলে বলেন, ২০১৩ সালে ১৫ অক্টোবর নয়াদিল্লির আদিত্য বিড়লা গ্রুপের অফিসে একটি তল্লাশি চালানো হয়। সে  সময় ২৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই দফতর থেকে এমন কিছু নথি পাওয়া যেখানে লেখা ছিল, ‘গুজরাটের মুখ্যমন্ত্রীকে ২৫ কোটি’। তবে ১২ কোটি যে মোদিকে দেয়া হয়েছিল, সে বিষয়ে প্রমাণ দেয়া আছে বলেও দাবি করেন কেজরি।

 

পুরনো নোট বাতিল করার ঘোষণার পর থেকেই ভারত জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা-সমালোচনা। সরকারের সমালোচনায় কখনও মুখ খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অরবিন্দ কেজরিওয়াল। কালো টাকা ইস্যু নিয়ে বারবার সরব হয়েছেন তারা। এই প্রেক্ষাপটে এমন মন্তব্য করলেন কেজরি।

 

অবশ্য বুধবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে যোগ দেয়নি আম আদমী পার্টি। শিব সেনা থাকায় যেতে আপত্তি জানায় তারা। এদিন রাষ্ট্রপতির কাছে নতুন পদ্ধতির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মমতা। সূত্র: ইন্ডিয়া টাইমস

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com