শিরোনাম
নোট সংকটের মধ্যেই ভারতে ৫০০ কোটির বিয়ে
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ১১:১৯
নোট সংকটের মধ্যেই ভারতে ৫০০ কোটির বিয়ে
রেড্ডি ও তার মেয়ের সাথে পরিবারের অন্যরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

একদিকে গোটা ভারত যখন ৫০০ ও হাজার টাকার নোট বাতিল নিয়ে নানা অশান্তি পোহাচ্ছে। টাকা তোলার জন্য এটিএমের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন সাধারণ মানুষ। যেখানে গোটা দেশে টাকা নেই, টাকা নেই রব, সেখানে মন্ত্রীর বাড়িতে বেজে চলেছে ৫০০ কোটির সানাই।  

 

৫০০ টাকা, হাজার টাকা বাতিলের আঁচ সারা দেশে পড়লেও, সেই আঁচ যেন গায়েই মাখলেন না কর্ণাটকের সাবেক প্রতিমন্ত্রী এবং ব্যবসায়ী জনার্দন রেড্ডি। মেয়ে ব্রাহ্মণীর বিয়ের অনুষ্ঠান হচ্ছে পাঁচ দিন ধরে এবং এতে খরচ হচ্ছে ৫০০ কোটি রুপি বা ৭ কোটি ৪০ লাখ ডলার।

 

এ খবরে অনলাইনে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয়রা। অনেকে একে বর্ণনা করেছেন ‘বিত্তের অশালীন প্রকাশ’ হিসেবে।

 

 

বিয়েতে ছিল এলাহি ব্যবস্থা। বিয়ের ছাদনাতলা থেকে গোটা বিয়ে বাড়িকে সাজানো হয়েছিল বাজিরাও মহলের আদলে। বলিউড আর্ট ডিরেক্টরদের সাহায্য নিয়েই এই ধরনের বিয়ে বাড়ি সাজিয়ে তুলেছিলেন জনার্দন। শুধু এতেই শেষ নয়, খাবারের দিক থেকে কোনো কমতি রাখেননি রেড্ডি। দেশ-বিদেশের খাবারের ভাণ্ডার ছিল গোটা বিয়ে বাড়িতে। তথ্যসূত্র অনুযায়ী, প্রায় ৫০ হাজার অতিথি নিমন্ত্রিত ছিল এই বিয়ে বাড়িতে। রাখা হয়েছিল সাড়ে তিন হাজারের মতো দেহরক্ষী।

 

তবে বিয়ের চমক শুরু হয়েছিল বিয়ের আমন্ত্রণপত্র থেকেই। এলএডি ডিসপ্লে লাগানো সোনার আস্তরণযুক্ত বিয়ের আমন্ত্রণপত্র দিয়ে প্রথমেই চমকে দিয়েছিলেন মন্ত্রী রেড্ডি।

 

 

৫০০ ও হাজার টাকার নোট বাতিল হওয়ার পর এ ধরনের ঘটনায় স্বভাবতই প্রশ্নের মুখে পড়েছেন রেড্ডি। রেড্ডির পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, তিনি বেঙ্গালুরু এবং সিংগাপুরের বাড়ি বন্ধক দিয়ে টাকা যোগাড় করেছেন এবং ছয় মাস আগেই খরচের সব টাকা পরিশোধ হয়ে গেছে।

 

কিন্তু তারপরও এই ব্যয়বহুল বিয়ের সমালোচনা থামেনি। রেড্ডি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির একজন সাবেক সদস্য। সম্প্রতি তিনি দুর্নীতির অভিযোগে তিন বছরের জেলও খেটেছেন। তিনি অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।

 

রেড্ডি স্পষ্টই জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান মিটে যাক। শিগগিরই গোটা খরচের হিসাব সবার সামনে আনবেন বলে কথা দিয়েছেন জনার্দন রেড্ডি। সূত্র: এনডিটিভি   

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com