শিরোনাম
টাকা বদলাতে গেলেই আঙুলে পড়বে কালি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৬, ১৬:৫১
টাকা বদলাতে গেলেই আঙুলে পড়বে কালি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভোটের মতোই এবার ভারতে টাকা বদলাতে গেলেও গ্রাহকের আঙুলে কালি মেরে দেবে ব্যাংক এবং পোস্ট অফিস কর্মীরা। বারবার একই ব্যক্তি গিয়ে ব্যাংক থেকে ৫০০ এবং ১০০০ টাকার নোট বদলে নিচ্ছেন। এই প্রবণতা আটকাতেই এবার এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এমনই দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস।

 

তিনি জানান, ২৪ নভেম্বর পর্যন্ত একজন পুরনো ৫০০ এবং ১০০০ বদলে সাড়ে চার হাজার টাকা বদলে নেয়ার সুযোগ পাবেন। কিন্তু এই পদ্ধতির অপব্যবহার করে অনেকেই বার বার টাকা বদলাচ্ছে। ফলে, যাদের টাকা প্রয়োজন, তারা পাচ্ছে না। সকল মানুষের হাতে টাকার জোগান নিশ্চিত করতেই এই উদ্যোগ। বড় শহরগুলোতে আজ থেকেই এই ব্যবস্থা শুরু হচ্ছে বলে জানানো হয়েছে।

 

জনধন অ্যাকাউন্টগুলোতে অনেকে বেআইনিভাবে টাকা জমা দিচ্ছেন বলেও অভিযোগ আসছে। অনেকেই এই জনধন অ্যাকাউন্টের মালিকদের অ্যাকাউন্ট ব্যবহার করে অন্যরা টাকা জমা দিচ্ছে। কালো টাকা বদলে নেয়ার জন্য এই পথ অনেকেই অবলম্বন করেছে। যারা এই ধরনের কাজ করছে তাদের উপরে কড়া নজর রাখা হচ্ছে। কিন্তু সঠিকভাবে নিজের অ্যাকাউন্টে নিজের টাকা জমা দিলে কোনো হয়রানি হবে না বলেই আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় অর্থসচিব।

 

কেন্দ্রীয় অর্থসচিব অবশ্য আরো দাবি করেছেন, পর্যাপ্ত পরিমাণে টাকার নোট ব্যাংক এবং পোস্ট অফিসে দেয়া হয়েছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কোনো গুজবে কান না দিতে অনুরোধ করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com