শিরোনাম
লাইনে দাঁড়িয়ে নোট বদলালেন মোদির মা হীরাবেন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৬, ১৫:৫৩
লাইনে দাঁড়িয়ে নোট বদলালেন মোদির মা হীরাবেন
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লাইনে দাঁড়িয়ে পুরনো নোট বদল করে নতুন নোট নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন (৯৫)।

 

মঙ্গলবার সকালে হুইলচেয়ারে করে গান্ধীনগরে বাড়ির কাছেই ওরিয়েন্টাল ব্যাংকের (বেসরকারি) একটি শাখায় যান তিনি। সঙ্গে ছিলেন তার ভাই অশোক মোদি ও পরিবারের কয়েকজন সদস্য। ব্যাংকে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে তাতে টিপসই দিয়ে লাইনে দাঁড়ান। বাতিল হয়ে যাওয়া কয়েকটি ৫০০ রুপির নোট দিয়ে তার বদলে পান ৪৫০০ রুপি নতুন নোট।

 

হীরাবেনের খবর পেয়েই ব্যাংকে উপস্থিত হন সংবাদকর্মীরা। পরে একটি ২০০০ রুপির নতুন নোট পেয়ে হাসি মুখে সংবাদমাধ্যমের সামনে ছবির পোজও দেন হীরাবেন।

 

প্রধানমন্ত্রী হয়ে মোদি দিল্লি চলে গেলেও গান্ধীনগরের পাশেই রইসান এলাকায় মোদির ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন মা হীরাবেন। প্রধানমন্ত্রীর মা হয়েও খুবই সাধারণ জীবনযাপন করেন তিনি, যাতায়াত করেন পাবলিক ভেহিকলে। গত ১৭ সেপ্টেম্বর নিজের ৬৬তম জন্মদিনে মায়ের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন মোদি।  

 

 

গত ৮ নভেম্বর মধ্যরাত থেকেই ৫০০ ও হাজার রুপির নোট বাতিলের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সরকারের সিদ্ধান্তে তোলপাড় পড়ে যায় দেশজুড়ে। এরপর সেই বাতিল নোট জমা দিতে ও নতুন নোট পেতে ব্যাংক ও এটিএমগুলোতে রোজই দীর্ঘ লাইন পড়ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেককেই ফিরে আসতে হচ্ছে খালি হাতে। হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে ভারতে আসা বিদেশি পর্যটকেরাও। যদিও ৫০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আশ্বস্ত করেছেন মোদি।  

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com