শিরোনাম
নোট বাতিলে উত্তাল হতে চলেছে ভারতের সংসদ
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৬, ২১:১৭
নোট বাতিলে উত্তাল হতে চলেছে ভারতের সংসদ
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় এবার সংসদে ঝড় তুলতে চলেছে তৃণমূল কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলো।


বুধবার থেকে দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশন বসতে চলেছে। অধিবেশনের প্রথম দিন থেকেই সংসদের দুই কক্ষেই সোচ্চার হতে চলেছে বিরোধীরা।


সিপিআইএম সর্বভারতীয় সভাপতি সীতারাম ইয়েচুরী জানিয়েছেন, সংসদের প্রথম দিন থেকেই রাজ্যসভা ও লোকসভায় নোট বাতিলের সিদ্ধান্ত তুলে নেয়ার দাবি জানানো হবে। আমরা চাচ্ছি, অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোও এই ইস্যুতে সংসদে সরব হোক। অধিবেশনের প্রথম দিনই লোকসভায় মুলতুবি প্রস্তাব চেয়ে নোটিশ দেবে তৃণমূল। রাজ্যসভার জন্য ইতিমধ্যেই নোটিশ দিয়েছে তারা। রাজ্যসভায় নোট বাতিলের আলোচনা চেয়ে নোটিশ দিয়েছে কংগ্রেসও। রাজ্যসভায় কংগ্রেসের ডেপুটি লিডার আনন্দ শর্মা জানিয়েছেন সংসদে তার দল এই বিষয়টি নিয়ে সোচ্চার হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে রুপির জন্য সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।


এদিকে নোট বাতিল ইস্যুতে শাসক দল ও বিরোধীদের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ ক্রমশ তীব্র হচ্ছে। গত ৮ নভেম্বর মধ্য রাত থেকে নোট বাতিলের ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় সরকার ও ভারতীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াচ্ছে কংগ্রেস, তৃণমূল, আপ, বহুজন সমাজ পার্টিসহ বিরোধী দলগুলি। নোট বাতিলের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য মোদিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তৃণমূল প্রধান মমতা বন্দোপাধ্যায়। তার অভিযোগ নোট বাতিলের ফলে সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। সরকারের ‘ড্রাকোনিয়ান’ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানান তিনি। সাধারণ মানুষের হয়রানি দেখতে কলকাতার কয়েকটি ব্যাঙ্ক ও এটিএম পরিদর্শনেও যান মমতা। এমনকি দেশকে বাঁচাতে চিরপ্রতিদ্বন্দ্বী সিপিআইএম’এর হাত ধরতে রাজি আছেন বলেও জানান মমতা। তিনি চান, দেশ জুড়ে বিরোধী ঐক্য গড়ে তুলতে। আর সেই লক্ষ্যেই বিরোধী দলগুলিকে সাথে নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সাথে দেখা করতে দিল্লি যাচ্ছেন মমতা। মমতা নিজেই জানিয়েছেন, বিরোধী দলের কয়েকজন নেতাকে সাথে নিয়ে আগামী ১৬ তারিখ রাষ্ট্রপতির সাথে দেখা করতে চলেছেন।


মমতার পাশাপাশি কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী আম আদপি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল, সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদবও বিজেপি বিরোধিতায় সুর চড়িয়েছেন। রাহুল তো আবার সাধারণ মানুষদের নোট যন্ত্রণা শেয়ার করতে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে রুপিও বদল করেন।


নোট ইস্যুতে বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোদিও। সোমবার দুপুরেই উত্তরপ্রদেশের গাজিপুরে এক জনসভা থেকে কংগ্রেসসহ বিরোধী দলগুলিকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, টাকা কোথায় লুকিয়ে রয়েছে সেটাই বের করব। দেশে নগদের কোনো ঘাটতি নেই। মোদি জমানায় গরীব শান্তিতে ঘুমোচ্ছে। কালোরুপির কারবারীরা ঘুমের ওষুধ খাচ্ছে।


নেহেরুর অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নিয়েছি আমি। দুর্নীতির শেষ দেখে আমি ছাড়বো। কৃষকদের যাতে কোনো ক্ষতি না হয় সেটা নিশ্চিত করবো। সবাই আমাকে প্রশ্ন তুলছে, কিন্তু আমার প্রশ্ন কংগ্রেসের আমলে চার আনা কেন বন্ধ করা হয়েছিল? যেকোনো কাজেই কষ্ট আছে কিন্তু কষ্ট হলেও লক্ষ্য স্থির রাখতে হয়। মোদি বলেন, যে রাজনীতিবিদরা আগে রুপির মালা পড়তেন তারাই আসলে সরকারের এই সিদ্ধান্তে চটেছেন। আমি তাদেরকে বলবো, মানুষকে বিভ্রান্ত করবেন না। মানুষের অজুহাত দিয়ে নিজের কথা বলবেন না।


মোদির মন্তব্যের পরই পাল্টা তোপ দাগেন মমতাও। মোদির ভাষণ শেষ হওয়ার সাথে সাথেই ট্যুইট করে তিনি বলেন, মোদি বলছেন গরীবরা শান্তিতে ঘুমোচ্ছে। এই মন্তব্য সাধারণ মানুষের পক্ষে অপমানজনক।


বিবার্তা/ডিডি/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com