শিরোনাম
কলকাতা-ঢাকা মৈত্রী ট্রেনে বাংলাদেশি নারীর শ্লীলতাহানি!
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৮, ২১:১০
কলকাতা-ঢাকা মৈত্রী ট্রেনে বাংলাদেশি নারীর শ্লীলতাহানি!
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কলকাতা-ঢাকার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসে এক বাংলাদেশি নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আর অভিযোগটি আর কারো বিরুদ্ধে নয়, ট্রেনেরই নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ এর বিরুদ্ধে।


রেল সূত্রে জানা যায়, সোমবার সকালে কলকাতার চিৎপুর স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেসটি ঢাকার উদ্যেশ্যে ছাড়ে। যাত্রাপথেই ট্রেনের শৌচালয়ে যান মধ্যবয়সী ওই বাংলাদেশি নারী। সেখানেই এক বিএসএফ জওয়ান তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।


লোক-লজ্জার ভয়ে সেসময় ওই বাংলাদেশি নারী নীরব থাকলেও মৈত্রী এক্সপ্রেস গেদে সীমান্তে পৌঁছনোর পরই রেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ জানান ওই নারী। ওই নারীর সাথে তার স্বামীও ট্রেনে ভ্রমণরত ছিলেন বলে জানা গেছে।


এ ঘটনার কথা স্বীকার করেছেন ভারতের পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা রবি মহাপাত্র। ফোনে তিনি জানান, ওই ট্রেনটির এসকর্টের দায়িত্বে থাকে বিএসএফ। তাদের এক জওয়ানের বিরুদ্ধে একটি এফআইআর হয়েছে। আজ সকালের দিকে ৩৫ বছর বয়সী ওই বাংলাদেশ নারী জিআরপি'র কাছে এই অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগের ভিত্তিতে দমদম গর্ভমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) ইতিমধ্যেই ওই তদন্ত শুরু করেছে বলেও জানান রেলের ওই কর্মকর্তা। ট্রেনের নিরাপত্তার দায়িত্ব যার হাতে, সেই রক্ষকের হাতে এক বিদেশি নারীর সম্মান নষ্ট করার ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গেছে।


বিবার্তা/ডিডি/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com