শিরোনাম
আমাকে ওরা বাঁচতে দেবে না: মোদি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৬, ১২:৫৬
আমাকে ওরা বাঁচতে দেবে না: মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তিনি জানান, সব পরিস্থিতির মোকাবিলা করতে তিনি প্রস্তুত। জীবন্ত পুড়িয়ে মারলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই তিনি থামাবেন না।  

 

রবিবার পিএমও’র টুইটার হ্যান্ডেলে মোদি লেখেন, ‘আমি জানি অনেক শক্তি আমার বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে, তারা হয়তো আমাকে বাঁচতে দেবে না। তারা হয়তো আমাকে ধ্বংস করে দেবে। কারণ ৭০ বছর ধরে তারা যে লুট চালাচ্ছিল, তা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমি প্রস্তুত।’

 

শুধু টুইটারেই নয়; রবিবার গোয়ায় একটি গ্রিনফিল্ড বিমানবন্দরের শিলান্যাস অনুষ্ঠানে দেয়া ভাষণেও একই কথা বলেন মোদি। তিনি বলেন, ‘আমি জানি কাদের আমি শত্রু বানিয়ে ফেলেছি। ওরা আমাকে বাঁচতে দেবে না। আমাকে বরবাদ করে দেবে। কিন্তু কেউ যদি আমাকে জীবন্ত জ্বালিয়ে দেয়ার চেষ্টাও করে, তা হলেও আমি থামব না।’

 

সম্প্রতি ৫০০ ও হাজার টাকার নোট বাতিল করেছে দেশটির সরকার। সরকারের তরফে বারবার জানানো হচ্ছে, জাল টাকা এবং কালো টাকার রমরমা রুখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু বিরোধী দলগুলো জনসাধারণের হয়রানির কথা তুলে ধরে পথে নেমেছে। সরকার উপযুক্ত প্রস্তুতি না নিয়ে কেন এই পদক্ষেপ নিল, বিরোধীদের তরফে সেই প্রশ্ন তোলা হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com