শিরোনাম
মোদির বিরুদ্ধে মমতার নালিশ
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৬, ১৬:২৭
মোদির বিরুদ্ধে মমতার নালিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


নোট বাতিলের কারণে সাধারণ মানুষের কী ধরনের দুর্ভোগ হচ্ছে, রাষ্ট্রপতিকে ফোন করে তার সবিস্তার অভিযোগ জানিয়েছে তিনি। রাষ্ট্রপতির সঙ্গে তার কথা হয়েছে, টুইট করে নিজেই তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


নোট বাতিলের জের ধরে রবিবারও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। এখনো স্বাভাবিক হয়নি এটিএম সার্ভিস।দৈনন্দিন খরচ চালাতে গিয়েও হিমসিম অবস্থা হচ্ছে আমজনতার।


এদিন টুইট করে মমতা জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ফোন করে মানুষের এই যন্ত্রণার কথাই বলেছেন তিনি। ধৈর্য ধরে রাষ্ট্রপতি তার কথা বিশদে শোনায় প্রণবকে ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


মোদি সরকারের বিরুদ্ধে ফোনে অভিযোগ জানিয়েই ক্ষান্ত হননি মমতা। আগামী ১৬ অথবা ১৭ নভেম্বর অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন তিনি। এর জন্য রাষ্ট্রপতি তাকে সময়ও দিয়েছেন বলে টুইটে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সূত্র : এবেলা


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com