শিরোনাম
‘বিয়েতে উপহার দিতে চাইলে খুচরা আনুন’
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৬, ১২:২৪
‘বিয়েতে উপহার দিতে চাইলে খুচরা আনুন’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার পর থেকেই পাল্টে গেছে গোটা ভারতের চিত্র। অফিস-আদালত, বাস-ট্রাম সবজায়গায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘টাকা’। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জুড়ে বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়েছে নানা জোক ও পোস্ট। এরই মাঝে ভাইরাল রাজস্থানের এক হবু দম্পতি পূর্ণিমা ও আশিষের বিয়ের কার্ড।

 

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ টাকার নোটকে অচল ঘোষণার পর এক অভিনব কার্ড ছাপিয়েছেন রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার বাসিন্দা পূর্ণিমার বাবা জ্যোতি প্রসাদ সহদেব। মেয়ের বিয়ের কার্ডে স্পষ্ট লিখে দিয়েছেন, ‘বিয়েতে পাত্র-পাত্রীকে ৫০০ ও ১০০০ টাকার নোটে নগদ উপহার দেয়া যাবে না। নগদেই উপহার দিতে হলে আনুন খুচরা।’

 

নোট বাতিলের জেরে হোয়াটস অ্যাপে ভাইরাল হয়েছে পূর্ণিমা ও আশিষের সেই বিয়ের কার্ডের ছবি।

 

পাত্রীর বাবা সহদেব জানান, পুরনো নোট বদলাতে বহু হয়রানির মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর থেকেই চারিদিকে নোট নিয়ে হাহাকার চলছে। এরই মধ্যে কী করে কালো টাকা সাদা করা যায় সেই ধান্ধায় আছেন বহু অসৎ মানুষ।

 

সহদেবের ভয় বিয়েতে মেয়ের হাতেই হয়ত উপহার হিসেবে সেই টাকা ধরিয়ে দেবেন কেউ। আবার অচল নোট থেকে পিছু ছাড়াতেও কেউ নব দম্পতির হাতে গুঁজে দিতে পারে বাতিল নোট। সেই নোটকে পাল্টানোর অতিরিক্ত ভার নিজেদের কাঁধে নিতে নারাজ সহদেব। সেই ভাবনা থেকেই এই অভিনব পদক্ষেপ পাত্রীর বাবার।

 

বহুদিন ধরেই বাড়িতে মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। ৮ তারিখ প্রধানমন্ত্রীর ঘোষণার পর বদলে গেছে সবকিছু। মেয়ের বিয়ের জন্য তুলে রাখা নগদ টাকা সব বেকার হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন সহদেব। তবে পারস্পরিক বোঝাপড়ায় সমস্যা সমাধানের পথ অতিকষ্টে বের করা সত্ত্বেও প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি। এমনকি, কেউ উপহার না নিয়ে বিয়েতে এলেও আপত্তি নেই তার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com