শিরোনাম
কংগ্রেসে রাহুল যুগ শুরু হচ্ছে ১৬ ডিসেম্বর
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৭, ০৫:৩৭
কংগ্রেসে রাহুল যুগ শুরু হচ্ছে ১৬ ডিসেম্বর
ভারত ডেস্ক
প্রিন্ট অ-অ+

গুজরাট এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই ১৬ ডিসেম্বরই সরকারিভাবে কংগ্রেস সভাপতির দায়িত্ব নিচ্ছেন রাহুল গান্ধী। ওইদিনই দলের রাজ্য ও কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে ৪৭ বছরের রাহুলের হাতে কংগ্রেসের ব্যাটন তুলে দেবেন সোনিয়া গান্ধী। তারপরেই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে শুরু হয়ে যাবে রাহুল যুগ।


সোমবারই কংগ্রেস সভাপতি পদে মনোয়ননপত্র প্রত্যাহারের শেষ দিন। এখনো রাহুল ছাড়া কেউই সভাপতি হতে চেয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দেননি। রাহুলকে সভাপতি চেয়ে ৮৯ মনোনয়ন জমা পড়েছে। তাই সোমবারই রাহুলের সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার দিনক্ষণ জানিয়ে দেয়া হবে। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী দলের (‌সিইএ)‌ চেয়ারম্যান মুলাপাল্লি রামচন্দ্রন, সিইএ সদস্য মধুসূদন মিস্ত্রি এবং ভুবনেশ্বর কলিতা সোমবার রাহুলের দায়িত্বের কথা ঘোষণা করবেন।


রাহুলের সামনে চ্যালেঞ্জও কম নয়। গুজরাট নির্বাচনের প্রচার ভালভাবেই সেরেছেন। সেখানে দল সাফল্য পেলে তাকেই কৃতিত্ব দেয়া হবে। নয়তো আরো একটি ব্যর্থতা অপেক্ষা করছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পরে পাঞ্জাব ছাড়া একের পর এক রাজ্যে ক্ষমতা হারিয়েছে কংগ্রেস। ১৩২ বছরের দলের এখন লোকসভায় সদস্য মাত্র ৪৪। রাহুলের ওপর ভর করে দল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। বিজেপির কট্টর হিন্দুত্বের বিপরীতে নরম হিন্দুত্বের পথে হাঁটতে হয়েছে রাহুলকে। অনেকে এটাকে দলীয় অবস্থান পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন। গুজরাটে একের পর এক মন্দিরে ঘুরেছেন রাহুল। নিজেকে বলেছেন ‘‌শিবভক্ত’‌।


বিবার্তা/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com