শিরোনাম
ভারতীয় বাহিনীর হামলায় কাশ্মীরীসহ নিহত ৭
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৭, ১০:১৭
ভারতীয় বাহিনীর হামলায় কাশ্মীরীসহ নিহত ৭
কাশ্মিরে নিহত স্বজনদের আহাজারি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বাধীনতাকামী ৬ মুসলিম নাগরিকসহ এক বিমান বাহিনী সদস্য নিহত হয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুলিশ গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।


শ্রীনগরের মূল শহর থেকে ৪০ কিলোমিটার দূরে হাজিন গ্রামে অতর্কিত হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর ভাষ্য, তাদের কাছে তথ্য ছিলো এই গ্রামেই কিছু বিচ্ছিন্নতাবাদি অবস্থান করছে।


শেশ পল বাইদ নামের রাজ্যের পুলিশ অফিসার আল জাজিরাকে জানিয়েছেন, সেনাবাহিনী পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বার ৬ সদস্যকে হত্যা করেছে। অপারশেন শেষ হয়েছে। যে কয়জন সদস্য মারা গেছে তারা সবাই পাকিস্তানি।


রাজ্যের পুলিশ পরিদর্শক মুনির খান জানিয়েছেন, এই ‘বন্দুকযুদ্ধে’ ভারতীয় বিমান বাহিনীর এক কমান্ডো নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক জন।


১৯৮৯ সাল থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলমানরা স্বাধীনতার দাবিতে বিদ্রোহ করে আসছিলো। তাদের দাবি স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে যাওয়া।


সে সময় থেকে ভারতীয় সেনাবাহিনী ৭০ হাজার কাশ্মীরি নাগিরককে গুলি করে হত্যা করেছে। এই অঞ্চলে ৫ লক্ষের উপরে ভারতীয় সৈন্য অবস্থান করছে।আল জাজিরা।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com