শিরোনাম
চীন বুঝে গেছে ভারত আর দুর্বল নয় : রাজনাথ সিং
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৭, ১০:২৭
চীন বুঝে গেছে ভারত আর দুর্বল নয় : রাজনাথ সিং
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে ‘চীন বুঝে গেছে যে, ভারত আর দুর্বল নয়।’ রবিবার লখনউতে একটি অনুষ্ঠান থেকে রাজনাথ এ কথা বলেন।


সম্প্রতি ডোকালাম সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে রাজনাথ সিং বলেন ‘ভারতের সব সীমান্তই এখন যথেষ্ট সুরক্ষিত ও নিরাপদ এবং চীন বুঝতে পেরেছে যে ভারত এখন আর দুর্বল নয়, এর শক্তি বৃদ্ধি পেয়েছে।’


চীনের সঙ্গে যাবতীয় সমস্যার সমাধান হয়েছে বলেও এদিন জানান ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃতে কেন্দ্রে সরকার গঠনের পর থেকেই ভারত শক্তিশালী হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে।’


পাকিস্তান জঙ্গি পাঠিয়ে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিচ্ছে বলে এ দিন ফের অভিযোগ করেন তিনি। রাজনাথ বলেন ‘পাকিস্তান ভারতকে ভাঙার প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রতি দিন পাঁচ থেকে দশ জন জঙ্গিকে হত্যা করছে।’


বিবার্তা/ডিডি/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com