শিরোনাম
আগরতলায় সাংবাদিক খুন!
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫১
আগরতলায় সাংবাদিক খুন!
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খবর সংগ্রহে গিয়ে প্রকাশ্য রাস্তায় খুন হতে হল এক সাংবাদিককে। শান্তনু ভৌমিক (২৮) নামে নিহত ওই সাংবাদিক ত্রিপুরার একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত ছিলেন।
বুধবার বিকেলে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে ১৪ কি.মি. আগে মান্দাই এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পশ্চিম ত্রিপুরার মান্দাই এলাকায় অবরোধ কর্মসূচিতে যোগ দেয় ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) এবং সিপিআইএম’এর আদিবাসী সংগঠন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ (টিআরইউজিপি)-এর সমর্থকরা। এসময় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ বাধে পুলিশের। সেই খবর সংগ্রহ করতেই সেখানে ছুটে যান সান্তনু ও তারই সহকর্মী ভিডিও জার্নালিস্ট। সেখানেই বিক্ষোভকারীরা রাস্তায় ফেলে ওই সাংবাদিককে প্রচন্ড মারধর করে, এমনকি ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয় বলে অভিযোগ শোনা যায়। এরপরই গুরুতর অবস্থায় ওই সাংবাদিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা দেয় চিকিৎসকরা। মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে যান সান্তনুর অন্য সহকর্মী ও অন্য সংবাদমাধ্যমের কর্মীরা।


অন্য একটি সূত্র জানা যায়, ঘটনার সময় আইপিএফটি’এর সমর্থকরা সান্তনুকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।


রাজ্য পুলিশের এক কর্মকর্তা জানান, ‘মান্দাই এলাকায় আইন অমান্য করায় তাদের হটাতে পুলিশ বিক্ষোভকারীদের লাঠি পেটা করে। সেসময় খবর সংগ্রহ করতে যাওয়া সান্তনু ভৌমিককে আইপিএফটি সমর্থকরা খুন করে। পরে পুলিশ সান্তনুর লাশ সরকার চালিত গোবিন্দ বল্লভ পন্থ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়’।


রাজ্য পুলিশের ডিআইজি অরিন্দম নাশ জানান, ‘ঘটনার পর আইপিএফটি’এর চার সদস্যকে আটক করা হয়েছে।’



বিবার্তা/ডিডি/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com