শিরোনাম
দূষণে দিল্লিতে ১৮০০ স্কুল বন্ধ
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৬, ১১:২৭
দূষণে দিল্লিতে ১৮০০ স্কুল বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীপাবলির পর থেকেই দূষণের চাদরে ঢাকা পড়েছে ভারতের রাজধানী দিল্লি। অবস্থার উন্নতি না হওয়ায় সেখানকার প্রায় ১৮শ’ স্কুল আজ শনিবার একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মূলত দূষণের হাত থেকে শিশুদের রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

শহরের পলিউশন মনিটরিং অ্যাজেন্সি জানায়, দিল্লির বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা পিএম’র পরিমাণ ১০; যা স্বাভাবিকের তুলনায় চার গুণ বেশি। সাধারণত বাতাসে পিএম’র পরিমাণ থাকে ২ দশমিক ৫।

 

অ্যাজেন্সির তথ্য থেকে আরো জানা যায়, এখনও বাতাসে ঘন দূষিত পদার্থ ভেসে বেড়াচ্ছে। আর সে কারণেই শ্বাসকষ্টের শিকার হচ্ছেন অনেকেই।

 

পরিবেশবিদদের মতে, দিল্লির বাতাসের এখন যা অবস্থা শ্বাসকষ্টজনিত রোগে তাতে সবচেয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে শিশুদের। এই অবস্থা স্বাভাবিক হতে বেশ সময় লেগে যাবে বলে আশঙ্কা করছেন তারা।

 

ধুলো, ধোঁয়া তো আছেই, সেই সঙ্গে আছে কুয়াশাও। সব মিলিয়ে দিল্লির খুব খারাপ অবস্থা। সমীক্ষা বলছে, গত কয়েক বছরে দিল্লিতে দূষণের মাত্রা হু হু করে বেড়েছে।

 

এর কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন, দ্রুত হারে নগরায়ন, কয়লাচালিত তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া। এবারের পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় দীপাবলির পর দিন থেকেই। দূষণ রুখতে শুক্রবারই রাজ্যের পরিবেশমন্ত্রণালয় বৈঠকে বসে।

 

ইউনিসেফের একটি রিপোর্টে বলা হয়, প্রতি বছর ৫ বছরের নিচে শিশুরা যতটা না এইচআইভি, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়, তার থেকে অনেক বেশি মারা যায় দূষণের কারণে। সূত্র: এনডিটিভি

 

বিবার্তা/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com