শিরোনাম
কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী আটক
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৬, ১৬:৪৯
কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের সহ-সভাপতিরাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। দিল্লিতে আত্মহত্যাকারী অবসরপ্রাপ্ত সেনা সদস্য রামকিষাণ গাড়েওয়ালের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে বুধবার তাকে আটক করা হয়।


এনডিটিভির খবরে বলা হয়, বুধবার রামমনোহর লোহিয়া হাসপাতালে ঢুকতে গেলে প্রথমে রাহুল গান্ধীকে বাধা দেয় দিল্লি পুলিশ। পরে জোর করে ঢোকার চেষ্টা করার অভিযোগে তাকে আটক করা হয়।


ঢুকতে না পেরে এবং তাকে আটক করায় ক্ষোভ প্রকাশ করেন রাহুল গান্ধী। এভাবে তাকে আটকানো অগণতান্ত্রিক বলে মন্তব্য করেন তিনি। একইদিন সকালে আটক করা হয় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ শিসোধিয়াকে।


এক পদ এক পেনশন নীতির দাবিতে মঙ্গলবার বিকালে দিল্লির একটি পার্কের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করেন প্রাক্তন সেনা সদস্য রামকিষাণ গাড়েওয়াল। বুধবার সকালে তার পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যান দিল্লির উপমুখ্যমন্ত্রী। জোর করে হাসপাতালে ঢোকার চেষ্টা করায় তাকে সকালেই আটক করে পুলিশ।


এরপরই কেন্দ্রীয় সরকারকে এই ঘটনার জন্য দায়ী করে হাসপাতালে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন কংগ্রেস নেতা। সেখানে বাধার মুখে পড়েন তিনি। পরে তাকেও আটক করা হয়। সূত্র : এনডিটিভি


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com