শিরোনাম
বাঘের সাথে মোদির ছবি
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৬, ২১:৪৯
বাঘের সাথে মোদির ছবি
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এমনিতে রাশভারী কিংবা গম্ভীর মানুষ হিসেবে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিন্তু মঙ্গলবার সেই মোদিকেই দেখা গেল অন্য ভূমিকায়। একেবারে সহজ, সরল, প্রাণোচ্ছল অবস্থায়।


এদিন সকালের দিকে ছত্তিশগড়ের নন্দন ভান জঙ্গল সাফারির উদ্বোধনে গিয়েছিলেন মোদি। যে রয়েল বেঙ্গল টাইগারের দেখা পেতে ভাগ্যের দ্বারস্থ হতে হয়, এদিন হঠাৎ করেই একটি হলুদ-কালো ডোরাকাটা বাঘ খাঁচার সামনে চলে আসেন। আর তা দেখে মোদিও একমুহূর্ত দেরি না করে এসএলআর ক্যামেরা হাতে পরপর ক্লিক মারেন।


মোদির পেছনেই ছিলেন চিত্রসাংবাদিকরাও। তারাও দেরি না করে এক ফ্রেমে মোদি ও বাঘের সেই ছবি তোলেন। এরপরই ভাইরাল রূপ নেয় মোদির বাঘ তোলার ছবি।


সোশ্যাল মিডিয়াতেই আবার কেউ কেউ এই ছবি নিয়ে মজাও জুড়ে দেন। এক ফ্রেমে মোদি ও বাঘের ছবিকে উদ্যেশ্য করে কেউ লেখেন ‘এক ফ্রেমে দুটি বাঘ’। কেউ বা আবার পোস্ট করে বলেন ‘এক শটেই বাঘ ও সিংহ’।


পরে পপ্রধানমন্ত্রী নিজেই বাঘের ছবি তোলার মুহূর্ত দিয়ে ট্যুইট করে জানান 'ওয়ান ফর দ্য ক্যামেরা, অ্যাট দ্য নন্দন বন জঙ্গল সাফারি ইন নয়া রায়পুর। সব ছবিতেই বাঘটি তার মতো করেই পোজ দিয়েছে।


মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়ে নতুন রাজ্য হিসেবে ছত্তিশগড় স্বীকৃতি পেয়েছিল ২০০০ সালে। তারই ১৬তম বর্ষ পূর্তিতে এক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার রায়পুর এসেছিলেন প্রধানমন্ত্রী।


নয়া রাযপুরে প্রায় ৩২০ হেক্টর এলাকা জুড়ে তিনি একটি জঙ্গল সাফারির উদ্বোধন করেন। জঙ্গল সাফারি শেষ করে প্রধানমন্ত্রী জানান ‘মুখ্যমন্ত্রী (রমন সিং) আমাকে এখানে নিয়ে এসেছেন...এটা তাঁর হাতেই তৈরি প্রকল্প...আমার মনে হয় ছত্রিশগড়ে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। পর্যটন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা গরিবদের আয়ের ব্যবস্থা করে দেয়’।


বিবার্তা/ডিডি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com