শিরোনাম
কেরলের মালায়লাম লেখককে হুমকি দিয়ে চিঠি
প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ২৩:৫৩
কেরলের মালায়লাম লেখককে হুমকি দিয়ে চিঠি
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কেরলের এক মালয়ালাম লেখক পি. কে. রামানুন্নিকে হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে মৌলবাদীরা। আগামী ছয় মাসের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ না করলে ডান হাত ও বাম পাঁ কেটে নেয়া হবে বলে হুমকি দেয়া হয় চিঠিতে।


সম্প্রতি একটি দৈনিক সংবাদপত্রে হিন্দু-মুসলিমের মধ্যে একতা নিয়ে একটি প্রতিবেদন লেখার পরই তাকে ওই হুমকি চিঠি পাঠানো হয়।


জানা গেছে, ছয় দিন আগে ওই মালয়ালম লেখকের ওই হুমকি চিঠিটি আসে। চিঠিটি পোস্ট করা হয় মালাপ্পুরম জেলার মানিজেরি থেকে। যদিও কে বা কারা ওই চিঠিটি পোস্ট করেছেন তা জানা যায়নি। তবে সেসময় ওই চিঠিটির গুরুত্বই দিতে চাননি লেখক। পরে তিনি অন্য এক পুলিশ কর্মকর্তার পরামর্শে শনিবার পুলিশের কাছে অভিযোগ করেন।


রামনুন্নি জানান, ‘এই চিঠি পাঠানোর উদ্দেশ্য আমার কাছে স্পষ্ট নয়। আমি আজকে কোঝিকোড় সিটি পুলিশ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছি’।


সূত্রে জানায়, কে.পি.রামানুন্নিকে চিঠিতে হুমকি দিয়ে বলা হয় ‘ইসলাম ধর্ম গ্রহণ করো, দিনে পাঁচবার নামাজ পড়া ও রমজানে উপবাসের জন্য প্রস্তুত হও। না হলে আপনাকে কঠিন শাস্তি দেয়া হবে যেটা কাফেরদের দেয়া হয়েছিল’।


কোঝিকোড়ের বাসিন্দা রামানুন্নি সে রাজ্যটির দৈনিক মধ্যামাম পত্রিকায় এডিটোরিয়াল পেজে মোট ছয়টি অধ্যায়ে হিন্দু-মুসলিম ঐক্যের গুরুত্ব নিয়ে প্রতিবেদন লিখেছিলেন। ওই পত্রিকাটি পরিচালনা করে জামাত-ই-ইসলামি নামে কেরলের একটি মুসলিম ধর্মীয় সংগঠন। নিজের লেখায় রামানুন্নি জানান মুসলিমদের কখনওই হিন্দুদেরকে শত্রু হিসাবে দেখা উচিত নয়।


গত রমজানে রামানুন্নির ওই লেখাটি বিভিন্ন মহলে যথেষ্ট প্রশংসিত হয়েছিল। ১৯৯৫ সালে এই উপন্যাসটি কেরল সাহিত্য একাডেমির পুরস্কার পায়। তাঁর সাম্প্রতিক উপন্যাসটি হল দৈভাথিন্তে পুসথাকাম। এই উপন্যানসটিও ২০১১ সালে ভায়ালারি অ্যাওয়ার্ডে ভূষিত হয়।


লেখককে হুমকির প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি জানান, ‘মুক্তমনাদের প্রতি এই ধরণের হুমকিকে হালকাভাবে নেবে না সরকার। অভি‌যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে’।


বিবার্তা/ডিডি/আমিরুল/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com