শিরোনাম
উপরাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী নাইডু
প্রকাশ : ১৮ জুলাই ২০১৭, ০২:৩১
উপরাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী নাইডু
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি উপরাষ্ট্রপতি পদে কেন্দ্রীয় সরকারের তথ্য, সম্প্রচার ও নগর উন্নয়নমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর নাম ঘোষণা করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল উপরাষ্ট্রপতি পদে নাইডুকে মনোনয়ন দিয়েছেন।


আগামী ৫ আগস্ট উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে। এই নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ১৮ দলের সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হয়েছেন গোপাল কৃষ্ণ গান্ধী। মঙ্গলবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন।


সোমবার সন্ধ্যায় বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে ভেঙ্কাইয়া নাইডুর নাম ঘোষণা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবেও ঘোষণা দেয়ার কথা রয়েছে।


উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে বিজেপির প্রার্থী সুবিধাজনক অবস্থানে থাকবেন। হয়তো ভেঙ্কাইয়া নাইডুই ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন। প্রধানমন্ত্রী মোদির দল আশাবাদী, ভেঙ্কাইয়া নাইডুর জয়ের জন্য প্রয়োজনীয় ভোট তারা জোগাড় করতে পারবে।


এদিকে সোমবার ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। ২০ জুলাই ফলাফল ঘোষণা করা হবে এবং ২৫ জুলাই নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন।


বিবার্তা/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com