শিরোনাম
পাক-ভারত সীমান্তে গোলাগুলি, নিহত ১
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৬, ১১:১৫
পাক-ভারত সীমান্তে গোলাগুলি, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জম্মু-কাশ্মীরে পাকিস্তান-ভারত সীমান্তে বিএসএফ ও পাক বাহিনীর মধ্যে গোলাগুলিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এ গোলাগুলি শুরু হয়।

 

ভারতের গণমাধ্যমগুলোতে বলা হয়, কাশ্মীরের রাজৌরির নৌসেরা সেক্টরে ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে পাক সেনারা। তারপর থেকেই ওই এলাকায় শুরু হয় গুলির লড়াই। এরপরে ওই রাজ্যের সাম্বা সেক্টরের রামগড়েও একই উপায়ে হামলা চালায় পাকিস্তান।

 

জারদা গ্রামে ১৯ বছর বয়সী এক তরুণীর নিহত হওয়ার খবর পাওয়া যায়। অরনিয়া সেক্টরেও গুলি ছোঁড়ে পাক বাহিনী। পিন্ডি চরকা গ্রামে তিন জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে রামগড়ে ভারতীয় সেনাদের হামলা করে পাকিস্তান। পালটা জবাব দেয় বিএসএফ। তিনটি জায়গাতেই এখনও উভয় পক্ষের গুলির লড়াই চলছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

বিবার্তা/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com