শিরোনাম
দীপাবলিতে দিল্লিতে দূষণের মাত্রা বাড়ল ৪২ শতাংশ
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৬, ১০:৪৩
দীপাবলিতে দিল্লিতে দূষণের মাত্রা বাড়ল ৪২ শতাংশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীপাবলি উপলক্ষে আতশবাজি ফাটানোর জেরে দূষিত হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লির বায়ুমণ্ডল। চলতি বছর দূষণের মাত্রা বেড়েছে ৪২ শতাংশ। পরিস্থিতি এমন যে শ্বাস নিতেই অসুবিধা হচ্ছে।


দিল্লি দূষণ নিয়ন্ত্রক পর্ষদের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ দিল্লির অবস্থা সবচেয়ে খারাপ। এখানেই দূষণের স্তর ৪২ গুণ বেড়েছে। ফলে রাতভর জমিয়ে আতশবাজি ফাটানোর জের এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন দিল্লিবাসী। উৎসবের পরদিন সকালেও ধোঁয়ায় ঢাকা ছিল চারিদিক। বাতাসে বারুদের জমাট গন্ধ। রাজধানীর পাশাপাশি এনসিআর, নয়ডা ও গুরগাঁওযতেও দূষণের মাত্রা বেড়েছে।


দীপাবলিতে পটকাবাজি ফাটানোর ওপর অনেক বিধিনিষেধ চালু হয়েছে ভারতে। তবে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধির ব্যাপারে এখনও টনক নড়েনি দেশটির প্রশাসনের ৷ দেশের সবচেয়ে বড় উৎসবের এই দিনটিতে দূষণের মাত্রা প্রতি বছরই ক্রমেই বাড়ছে। দৃষণের ব্যাপারে রাজধানী দিল্লির অবস্থা সবচেয়ে ভয়ানক। সূত্র: হিন্দুস্তান টাইমস


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com