শিরোনাম
বাংলাদেশ সীমান্তে গরু পাচার কমেছে : বিএসএফ
প্রকাশ : ২৭ জুন ২০১৭, ২৩:৪০
বাংলাদেশ সীমান্তে গরু পাচার কমেছে : বিএসএফ
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারির ফলে গবাদি পশু পাচার কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ’র ডিজি কে কে শর্মা। মঙ্গলবার কলকাতার গুরুসদর দত্ত রোডে বিএসএফ কার্যালয়ে বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গবাদি পশু পাচার প্রসঙ্গে শর্মা বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। যদিও এই সীমান্তে গবাদি পশু পাচারকে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটছে। পাচারকারীদের ঠেকাতে মাঝে মধ্যেই সংঘর্ষের ঘটনাও ঘটে। তবু সেই পাচারকে ঠেকাতে বাহিনীর তরফে সবরকম প্রচেষ্টাই করা হচ্ছে।


একটি পরিসংখ্যান দিয়ে তিনি বলেন একটা সময় ২৩-২৪ লাখ গরু পাচার হতো। এখন সেই সংখ্যা ৫-৬ লাখে নেমে এসেছে। আমরা এ সংখ্যাটাকে আরো নিচে নামিয়ে আনার চেষ্টা করছি।


বিবার্তা/ডিডি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com