শিরোনাম
একসঙ্গে ৮৩ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ভারত
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১১:০৪
একসঙ্গে ৮৩ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

একসঙ্গে ৮৩টি উপগ্রহ মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এসব উপগ্রহের মধ্যে বেশিরভাগই বিদেশী। শনিবার মার্স ওরবিটার মিশনের প্রোজেক্ট ডিরেক্টর সুভিয়া অরুণন উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর জানায়।

 

মুম্বাইয়ে এক অনুষ্ঠানে সুভিয়া অরুণন জানান, সব ঠিক থাকলে আগামী বছর ১৫ জানুয়ারি ওই ৮৩টি উপগ্রহকে মহাকাশে পাঠানো হবে। ওই উপগ্রহগুলোর মধ্যে ৬০টি উপগ্রহ মার্কিন যুক্তরাষ্ট্রের, ২০টি ইউরোপের বিভিন্ন দেশের ও দুইটি ইংল্যান্ডের।

 

তিনি আরো জানান, কক্ষপথে উপগ্রহ স্থাপন করতে ইতোমধ্যে ৫০০ কোটি টাকার অর্ডার বুক করা হয়েছে। বাকি ৫০০ কোটি টাকার অর্ডার নিয়ে আলোচনা চলেছে।

 

এর আগে ২০১৪ সালে একসঙ্গে ৩৭টি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে রেকর্ড গড়ে রাশিয়া। এবার সেই রেকর্ড ভাঙতে মাঠে নেমেছে ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর এই ঐতিহাসিক মিশনে ব্যবহার করা হবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস এক্সএল। উৎক্ষেপনের ২০-২৫ মিনিটের মধ্যেই ওইসব উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হবে।

 

গত ২২ জুন একসঙ্গে ২০টি উপগ্রহ একসঙ্গে মহাকাশে পাঠায় ইসরো। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com